বাসচাপায় পা হারানো আলাউদ্দিনও চলে গেলেন

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্য আলাউদ্দিন সুমন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আলাউদ্দিনের ভাই সালাউদ্দিন বলেন, গত শনিবার (১২ মে) সকালে ওয়ারীর জয় কালীমন্দির এলাকায় হানিফ ফ্লাইওভারে দায়িত্বপালন করার সময় তারাবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস আলাউদ্দিনকে ধাক্কা দিলে তার বাম পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত সোমবার (১৪ মে) তার অবস্থার অবনতি হলে পুনরায় ঢামেকে অানা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।

আলাউদ্দিন সুমনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাইপুর গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই সালাউদ্দিন বাদী হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেছেন।

কিমের পরিণতি হবে গাদ্দাফির মতো: ট্রাম্প

আমেরিকা ও উত্তর কোরীয় নেতার মধ্যে লড়াই ক্রমশই ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ করে বলেছেন, তার পরমাণু বোমার সুইচ উত্তর কোরীয় নেতা কিম জং আনের বোমার সুইচের চেয়ে অনেক বড় এবং বেশি শক্তিশালী।

উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা না থামালে তাদের পরিণতি লিবিয়ার মতো হবে বলে হুশিয়ার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার তিনি বলেন, পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হলে কিম জং উন অবশ্যই ক্ষমতায় থাকবেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণ না মানলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো তার অবস্থা হবে। খবর আলজাজিরা।

ট্রাম্প জানান, তিনি এখনও বিশ্বাস করেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে আগামী মাসে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক পরিকল্পনামতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়।

১২ জুন সিঙ্গাপুরে এ বৈঠক হওয়ার কথা।

ট্রাম্প বলেন, কিম জং তার দেশেই থাকবেন এবং দেশ পরিচালনা করবেন। তার দেশ অনেক ধনী হবে। আর যদি শর্ত না মানে, তবে মুয়াম্মার গাদ্দাফির মতোই পরিণতি হবে তার।

তিনি বলেন, ‘লিবিয়ার দিকে তাকালেই বোঝা যায় যে আমাদের সঙ্গে সমঝোতায় না আসার পরিণতি কত ভয়াবহ হতে পারে।’

উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবরে পশ্চিমাদের সহায়তায় লিবিয়ার চার দশকের শাসক গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করে দেশটির বিদ্রোহীরা।

এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার, রোজা নেই খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সাধারণের জন্য ইফতারির আয়োজন করেছেন। সেখানে উপস্থিত থাকবেন গরীব অসহায় এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাসহ আরও অনেক শ্রেনী পেশার মানুষ।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি এ ধারা চালু করেছেন। রমজানের প্রথমদিনটা তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতারি করছে পছন্দ করেন। অনেক সময়ই দেখা যায়, ইফতার পর্ব শুরু হলে প্রধানমন্ত্রী টেবিলে গিয়ে মায়ের মমতায় শিশুদের মুখে ইফতারি তুলে দেন। নিজ হাতে আগতদের যত্নআত্নী করেন।

অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজ রোজা রাখেননি বলে কারাসূত্রে জানা গেছে। জানা যায়, তিনি গতরাতে সেহরিও করেননি। শারীরিক অসুস্থতার জন্য তাকে ঔষধ খেতে হয়। এজন্য তিনি রোজা রাখবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁর জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রমজানে কারাগারে দুপুরে খাবারের ব্যবস্থা নেই। ডিভিশনপ্রাপ্ত বন্দি বলে তার জন্য বিশেষভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সরকারের অনিচ্ছায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না : ফখরুল

দেশের সর্বোচ্চ আদালত মুক্তি দিলেও সরকারের অনিচ্ছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া নির্বাচনে এলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। তাই তাকে জেলে রাখা হয়েছে।

গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

তবে খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলো থেকে তাকে জামিন নেয়ার পরই তিনি মুক্তি পাবেন।

বাকি মামলাগুলোতে জামিনের জন্য শিগগিরই হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নেই: ইউরোপ

আমেরিকার মতো বন্ধু থাকলে ইউরোপের আর শত্রুর দরকার হবে না বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউরোপের কৃতজ্ঞ থাকা উচিত কারণ বাণিজ্য নিয়ে বিরোধ এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প ইউরোপকে এক রকমের মোহ থেকে মুক্তি দিয়েছেন। এসময় পরমাণু সমঝোতা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

প্রেসিডেন্ট টুস্ক বলেন, মার্কিন প্রশাসনের খামখেয়ালিপনার যে নতুন প্রবণতা দেখা যাচ্ছে তার মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি সুস্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ সিদ্ধান্তের দিকে তাকালে যেকেউ ভাবতে পারেন যে, এমন বন্ধু থাকলে কার আর শত্রুর প্রয়োজন আছে?

আমারা মুস্তাফিজকে অনেক মিস করছি

গতপরশু প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। জয় পেতে পেতেও শেষ পর্যন্ত ৩ রান দুরে থাকতে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। আর তিন রানের রোমাঞ্চকর জয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল মুম্বাই। তবে এই ম্যাচে এক ওভার বোলিং করে ১৫ রান দেন বেনকাটিং। আর তাতে টেনশন বেড়েছিল রোহিতের। ম্যাচ শেষে সেটা স্বীকারও করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রোহিত বলেন আমরা আজকের ম্যাচে দুর্দন্ত ভাবে জয় লাভ করেছি ।এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন ছিলো ।আমারে তা করতে পেরেছি ।পরে তিনি বেন কাটিংয়ের ১৯তম নিয়ে বলেন আসলে কাটিংও অনেক ভালো বোলার,কিন্তু ও সময় যে বোলার বোলিং করতে আসুক না কেন পতিপক্ষ চাইবে তাকে মারতে ।ও যখন ১৫ রান দিয়ে ফেললো তখন অনেক চিন্তায় পড়ে গেছিলাম,যাই হোক আমারা শেষ পর্যন্ত পেরেছি এতেই ভালো লাগছে।

এই সময় তিনি বলেন আমারা মোস্তাফিজকে অনেক মিস করছি। আশা করি পরবর্তী ম্যাচে আমাদের সাথে যোগ দেবেন । আর এক সাংবাদিক প্রশ্ন করেন আজকে যদি মোস্তাফিজ থাকতো তাহলে কি আপাদের জন্য ম্যচটা জয় পেতে সহজ হতো? এমন প্রেশ্নের জবাবে রোহিত বলেন ও আসলে দারুন কাটার দিতে পারে যা যেকোন ব্যাটসম্যানের জন্য মোকাবেলা করা অনেক কষ্ট হয়ে যায়।

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন

মোঃ অারিফুজ্জামান অারিফ ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত কর আরোপ ও হয়রানীর প্রতিবাদে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার (১৭ মে) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত শহরের কাপড়, টেইলার্স ও কসমেটিকসহ বিভিন্ন প্রকার শতাধিক দোকানপাট বন্ধ রাখা হয়। পরে দুপুরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ব্যাবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।

দোকান মালিকদের অভিযোগ, ঠাকুরগাঁও কাষ্টমস ও ভ্যাট কর্মকর্তা মশিউর রহমান মন্ডল ও অন্যান্য কর্মকর্তারা গত একমাস আগে বছরের ভ্যাট বাবদ ১৪ হাজার টাকা পরিশোধের চিঠি দেয় সকল ব্যবসায়ীদের। এর পর গত ১৫ মে একই দোকানের ৯৩ হাজার টাকার ভ্যাট আরোপ করে পুনরায় চিঠি দেয়।

এমনিভাবে পৌর শহরের প্রতিটি দোকানদারকে অতিরিক্ত ভ্যাট আরোপ করে কর্মকর্তারা। এছাড়াও দোকানে ঢুকে বিক্রির খাতাপত্র নিয়ে যাওয়াসহ বিভিন্ন ভাবে হয়রানী করে ভ্যাট কর্তৃপক্ষ। নগদ অর্থ প্রদান না করতে চাইলে হুমকিও প্রদান করেন এবং ভ্যাট কমিয়ে দেয়ার আশ্বাসে ঘুষ আবদার করেন। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের সকল কাপড়ের দোকানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে এবং সকল ব্যবসায়ীরা ভ্যাট অফিস ঘেরাও করে রাখে।

ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, অবিলম্বে এর সুরাহা না হলে অনির্দিষ্ট কালের ধর্মঘটের আহবান করা হবে।

প্রজ্ঞাপন ছাড়াই প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ : টিআইবি

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রায় সাড়ে চার বছর পার হয়েছে এইচএম এরশাদের। তবে এ পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত পার্লামেন্ট ওয়াচ নামে সংসদ বিষয়ে এক ‘গবেষণাপত্রে’ এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, এরশাদের নিয়োগ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন নেই। কিন্তু বিশেষ দূত হিসেবে এরশাদের পেছনে রাষ্ট্রের প্রতিমাসে গড়ে ব্যয় হচ্ছে পাঁচ লাখ টাকা। এরশাদের পেছনে এ অর্থ ব্যয় কতটুকু যথার্থ তা তার নিজেরও বলা দরকার, জনগণকেও সরকারের জানানো উচিত। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতির সংসদে উপস্থিতি ও অনুপস্থিতির হারও জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন উপস্থাপন করে রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মোহাম্মাদ রফিকুল হাসান বলেন, বিশেষ দূত হিসেবে দায়িত্বের কোনো সরকারি গেজেট প্রকাশ বা দাফতরিক কোনো নির্দেশ পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আধুনিক মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি এবং দেশের শিক্ষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও ঐহিত্য বিশ্বদরবারে পৌঁছে দেয়া, মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানির বাজার প্রসারে ভূমিকা পালন তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এসবে তার কোনো ভূমিকা নেই।

সংসদের বিগত এক থেকে ১৮তম অধিবেশনের ৩২৭ কার্যদিবসের মধ্যে মাত্র ৭৯ দিন উপস্থিত ছিলেন তিনি। এ সময়ের মধ্যে তিনি চীন, ভারত, মালেশিয়া, সিঙ্গাপুর, ভুটানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করলেও বিশেষ দূত হিসেবে যাননি। অথচ তার পেছনে প্রটোকল, বিশেষ ভাতা (মন্ত্রী পদমর্যাদা সমতুল্য) ও অন্যান্য খাত বাবদ মাসে গড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটা বে-আইনি কিনা তা আমরা বলতে পারব না। যদি তার নিয়োগের প্রজ্ঞাপন হয়ে থাকে তাহলে দুর্নীতি বলা যাবে না। কিন্তু তার নিয়োগের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হয়নি। সরকারি কোনো নির্দেশনাও নেই। তবে তার দায়িত্বের মধ্যে একটা কথা বলা হয়েছিল যে, তিনি দেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরবেন। কিন্তু তিনি ব্যক্তিগত সফরে বিদেশ গেছেন। রাষ্ট্রীয় কোনো সফরে তাকে দেখা যায়নি বা কোনো তথ্যও নেই।

তিনি বলেন, এরশাদের পেছনে যে পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে এটা কতটুকু যথার্থ তা তার নিজেরও বলা দরকার। জনগণকেও সরকারের জানানো উচিত।

টিআইবি গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪তম অধিবেশন থেকে ১৮তম অধিবেশন পর্যন্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সংসদকে অধিকতর কার্যকর করার জন্য ১৪টি সুপারিশও দিয়েছে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন নিয়ে কাজ করা আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা সুলতানা কামাল, নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, জুলিয়েট রোজেটি প্রমুখ।

পাথর ছোড়ায় বছরে রেলের ক্ষতি পৌনে ২ কোটি টাকা

চলন্ত রেলে পাথর ছুড়ে মারায় বছরে ক্ষতি পৌনে দুই কোটি টাকা। রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সচিব এ তথ্য জানান। এ সময় রেলের কর্মকর্তা, পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, বছরে গড়ে ১৫০টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথর নিক্ষেপে দরজা-জানালার কাচ ভাঙার দুই হাজার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে রেলের পূর্বাঞ্চলের ৩৬ ও পশ্চিমাঞ্চলের ২৯ স্পটে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

তিনি বলেন, পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত রেলের নির্মাণ খরচ বছরে প্রায় পৌনে দুই কোটি টাকা। গত বছর ১৪ জন রেলকর্মী পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন।

রেল সচিব জানান, গত ৩০ এপ্রিল খুলনাগামী কমিউটার ট্রেনে টিকিট চেক করার সময় নিক্ষেপ করা পাথরে গুরুতর আহত হন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বায়েজিদ শিকদার। তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। এর আগে সীতাকুণ্ডে পাথরের আঘাতে প্রীতিদাস নামে একজন প্রকৌশলী মারা যান।

এছাড়া পাথর ছোড়ার কারণে ট্রেন চালক শাহাদাত হোসেনসহ আরও অনেকে আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

সচিব বলেন, এ বিষয়ে মানুষকে সচেতন করতে উদ্যোগ নেয়া হয়েছে। অনেকে ছেলেপেলে শুধু কৌতুহল বশত: পাথর ছুঁড়ে থাকে।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বলেন, চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারলে ট্রেনের ক্ষতির পাশাপাশি কর্মরত বা ভ্রমণকারীরা হতাহত হতে পারেন। এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের জন্য সবসময় এটা চ্যালেঞ্জ।

তিনি বলেন, চলন্ত রেলে পাথর ছোড়ার ঘটনা ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি। ভারতেও প্রতি মাসে এ ধরনের ঘটনা ঘটে।

‘লোকাল বা মেইল ট্রেনে লোকবল কম বা অন্যান্য কারণে আমাদের নিরাপত্তা নেই। সব স্টেশনে পুলিশ নেই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে।’

বায়েজিদ শিকদাদের ঘটনায় মামলা হয়েছে, আসামি ধরা হয়েছে বলেও জানান তিনি।

পাথর নিক্ষেপের ঘটনায় সচেতনতা তৈরিতে ফিচার তৈরি করে মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করতে হবে জানিয়ে আবুল কাশেম বলেন, সচেতনতা কর্মসূচি আরও জোরদার করতে হবে। শাস্তির পরিমাণও বাড়ানো যেতে পারে।

সভায় জানানো হয়, পাথর ছোড়া প্রতিরোধে ব্যবস্থা নিতে গত ৩১ ডিসেম্বর ১২ জেলা প্রশাসককে রেল মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি ১৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত করে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ভূমিকা নিতে চিঠি পাঠানো হয়।

এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা রাখার নির্দেশনা দিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। রেলে পাথর নিক্ষেপ রোধে জনগণকে সচেতন করতে গত ৯ মে রেল সচিব ১৪ ডিসিকে ডিও পত্র দিয়েছেন বলে সভায় জানানো হয়।

বাগেরহাট-৩ উপনির্বাচন ২৬ জুন

শূন্য হওয়া বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনের উপনির্বাচন ২৬ জুন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে। বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে সেখানকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ওই আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক এমপি পদ ছেড়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হন। মঙ্গলবার তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হন। এ কারণে আসনটি শূন্য রয়েছে।