প্রচ্ছদ রাজনীতি এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার, রোজা নেই খালেদা

এতিমদের নিয়ে প্রধানমন্ত্রীর ইফতার, রোজা নেই খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবন গণভবনে সাধারণের জন্য ইফতারির আয়োজন করেছেন। সেখানে উপস্থিত থাকবেন গরীব অসহায় এতিম শিশু, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাসহ আরও অনেক শ্রেনী পেশার মানুষ।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি এ ধারা চালু করেছেন। রমজানের প্রথমদিনটা তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ইফতারি করছে পছন্দ করেন। অনেক সময়ই দেখা যায়, ইফতার পর্ব শুরু হলে প্রধানমন্ত্রী টেবিলে গিয়ে মায়ের মমতায় শিশুদের মুখে ইফতারি তুলে দেন। নিজ হাতে আগতদের যত্নআত্নী করেন।

অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজ রোজা রাখেননি বলে কারাসূত্রে জানা গেছে। জানা যায়, তিনি গতরাতে সেহরিও করেননি। শারীরিক অসুস্থতার জন্য তাকে ঔষধ খেতে হয়। এজন্য তিনি রোজা রাখবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তাঁর জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রমজানে কারাগারে দুপুরে খাবারের ব্যবস্থা নেই। ডিভিশনপ্রাপ্ত বন্দি বলে তার জন্য বিশেষভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে।