প্রচ্ছদ অর্থনীতি করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রেমিটেন্স, অর্থনীতিতে বড় প্রভাবের আশঙ্কা

করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রেমিটেন্স, অর্থনীতিতে বড় প্রভাবের আশঙ্কা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী থমকে দাঁড়িয়েছে অর্থনীতি। ইকোনোমিস্টের হিসেব অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী দেশগুলো মোট ৭১৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পায়। এর মধ্যে ৫৫১ বিলিয়ন ডলারই যায় বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে। পশ্চিমা গণমাধ্যমগুলোতে সবথেকে বেশি দৃষ্টি দেয়া হচ্ছে করোনা ভাইরাসের কারণে কি ধরণের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ ও আমেরিকা।

তবে বিশ্ব ব্যাংক বলছে, এ মহামারির কারণে সবথেকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এশিয়ার উন্নয়নশীল রাষ্ট্রগুলোর। বুধবার বিশ্ব ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর অর্থনীতির জীবন হচ্ছে রেমিটেন্স। ২০২০ সালে এটি ২০ শতাংশ কমে আসবে। যা বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।

এর মধ্যে সবথেকে ভয়াবহ আঘাত আসবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। এই দেশগুলো রেমিটেন্স হারাবে ২২ শতাংশের বেশি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে কমবে ১৯ শতাংশের মতো। বিশ্বে সবথেকে বেশি রেমিটেন্স আসে যুক্তরাষ্ট্র থেকে। দেশটির অর্থনীতি খারাপ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়বে বিশ্বজুড়েই। দেশটিতে গত এক মাসে চাকরি হারিয়েছেন ২ কোটি ২০ লাখ মানুষ। শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই বেকারত্বের হার বেড়েছে ২৭০০ গুন।

তবে এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে সেখানকার অভিবাসীরা। তাদের আয় বন্ধ হয়ে গেছে। তাদের কোনো স্বাস্থ্য সেবার নিশ্চয়তা নেই সেখানে। মহামারিতে তারা পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন। তারা বাধ্য হচ্ছেন এই মহামারির মধ্যেও ঝুকি নিয়ে কাজ চালিয়ে যেতে। এ জন্য তারা পাচ্ছেন কম অর্থ। কর্ম পরিবেশও আর নিরাপদ নেই। তারা যেখানে থাকতে বাধ্য হচ্ছেন সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। তারা চাকরি হারালেও কোনো ভাতা পাচ্ছেন না।

বিশ্বের অনেক দেশ আছে যাদের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব সবথেকে বেশি তারা মহামারির কারণে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। হাইতির জিডিপির ৩৫ শতাংশই আসে রেমিটেন্স থেকে। নেপালের আসে ৩০ ভাগ আর লেবাননের ১৩ ভাগ। এসব দেশকে আগামি বছর অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে। এমনকি যেসব দেশ রেমিটেন্সের ওপর কিছুটা কম নির্ভরশীল তাদেরও এর প্রভাব এড়ানোর সুযোগ নেই। সূত্র অনলাইন মিডলইস্ট