প্রচ্ছদ খেলাধুলা স্পেনের হারের পর সালাহর টুইট

স্পেনের হারের পর সালাহর টুইট

সালাহ ভক্তদের ফটোশপ করা ছবি

চ্যাম্পিয়ন লীগের বিতর্কিত সেই ফাইনালের পর পর সার্জিও রামোস ও মোহাম্মদ সালাহকে নিয়ে আলোচনা থামছেই না। ওই ম্যাচে গোলশূন্য অবস্থায় রামোসের ট্যাকলে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন লিভারপুলের ফরোয়ার্ড সালাহ। তার দলও মাদ্রিদের কাছে হেরে যায় ৩-১ গোলে।

সেই ইনজুরির কারণে মিশরের জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলতে পারেননি সালাহ। কিন্তু সরাসরি রামোসের প্রতি তিনি কোনো অভিযোগও আনেননি। তবে গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ খেলোয়াড় ক্ষমা না চাওয়াটা মেনে নিতে পারেননি সালাহ। ওই ম্যাচের পর সালাহ ইনজুরির জন্য সবাই তার সমালোচনা করায় রামোস উল্টো খোঁচা দিয়ে বলেছিলেন, ‘এখন তো সবাই এটাও বলতে পারে যে, আমার ঘামের ফোঁটায় ফিরমিনোর (লিভারপুলের ব্রাজিলীয় খেলোয়াড় রবাতো ফিরমিনো) ঠাণ্ডা লেগেছে।’ সেই বক্তব্যের পর ফিরমিনো রামোসকে ‘ইডিয়ট’ বলেছিলেন। কিন্তু সালাহ মুখ খোলেননি।

                                            রামোস মাঠে বসে কাঁদছেন

গতকাল রবিবার রাতে রাশিয়ার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে রামোসদের। সেই হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রামোস। স্পেনের হার নিশ্চিত হওয়ার পর টুইট করেন সালাহ। তাতে লিখেছেন, ‘কিছু মানুষ ভাবে যে সব চুকে গেছে। কিন্তু আসলে কিছুই শেষ হয়ে যায় না।এসব বদলাতে হবে।’

  সালাহও কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন চ্যাম্পিয়ন লীগের ফাইনালে

তবে স্পেন কিংবা রামোসকে খোঁচা দিয়েই সালাহ এটা লিখেছেন কী না তা জানা যায়নি। সালাহ কিছু না বললেও টুইটের নিচে মন্তব্যগুলো কিন্তু সেটিকেই ইঙ্গিত করছে! সূত্র: দ্য ডেইলি স্টার ইউকে