প্রচ্ছদ সারাদেশ রাজবাড়ী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন

রাজবাড়ী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন

রাজবাড়ী প্রতিনিধি :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজরাড়ী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- লকডাউনের সময়ে জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, গত ১১ এপ্রিল রাজবাড়ী জেলায় একই দিনে পাঁচ জনের করোনা শনাক্ত হয়। ওইদিনই জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ দিনের জন্য রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

করোনার প্রাদুর্ভাব না কমায় লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, দেশে করোনা মহামারি রূপ নিয়েছে। রাজবাড়ী জেলাবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে সবাইকে জনসমাগম এড়িয়ে এবং সরকারি নিয়ম ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান তিনি।