প্রচ্ছদ জাতীয় মালয়েশিয়ায় খাদ্য সঙ্কটে ৬০ হাজার বাংলাদেশি : বিবিসি বাংলা

মালয়েশিয়ায় খাদ্য সঙ্কটে ৬০ হাজার বাংলাদেশি : বিবিসি বাংলা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মালয়েশিয়ায় করোনাভাইরাস মোকাবেলায় জারি করা লকডাউনের ফলে প্রায় ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক খাদ্য সঙ্কটে ভুগছেন। কুয়ালালামপুর থেকে একজন মানবাধিকার কর্মী হারুন আল রশিদ এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

তিনি বলছেন, লকডাউনের পর মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি শ্রমিকরা তাদের সঙ্গে যোগাযোগ করে খাদ্য সঙ্কটের কথা জানিয়েছেন। রশিদ মালয়েশিয়াভিত্তিক বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করেন।

তিনি বলেন, পরিবহন এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তির কাছে খাদ্য সাহায্য পৌঁছানো যাচ্ছে না।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, বড় প্ল্যান্টেশন কিংবা কারখানায় কাজ করছেন যেসব শ্রমিক তাদের বিশেষ কোনও সমস্যা হচ্ছে না। বিপদে পড়েছেন ছোট ছোট কারখানার শ্রমিক যারা লেবার কনট্রাকটরদের অধীনে কাজ করেন।তিনি বলেন, লকডাউন প্রায় এক মাস হতে চলেছে। ফলে তাদের মধ্যে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলিয়ে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন বলে ধারণা করা হয়। কিন্তু করোনাভাইরাস সঙ্কটে তারা কী অবস্থায় আছে তা পরিষ্কার নয়।

তবে প্রায় ৬০,০০০ শ্রমিক খাদ্য সমস্যা ভুগছেন বলে জানিয়েছেন হারুন আল রশিদ। তিনি বলেন, এ মাসের শুরুতে আমরা এসব শ্রমিকের ওপর একটি ডেটাবেজ তৈরি করেছি। সেই পরিসংখ্যান বলছে, ৬০ হাজার শ্রমিক খাদ্য সাহায্য চেয়ে আমাদের কাছে আবেদন করেছেন।

এসব শ্রমিকরা মূলত কুয়ালালামপুর এবং সেলাঙ্গর রাজ্যেই বেশি। জোহর বারু এবং পেনাঙেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন।হারুন আল রশিদ জানান, শুরুর দিকে মালয়েশিয়ার স্থানীয় কিছু এনজিও এদের কিছুটা সাহায্য করেছেন। কিন্তু লকডাউনের সময় চলাফেরার অনুমতি নেই বলে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো যাচ্ছে না।তিনি বলেন, ক্লাঙ ভ্যালিতে আমাদের ভলান্টিয়াররা খাদ্য বিতরণ করতে সমর্থ হয়েছে। আমাদের কাছে প্রচুর খাবার রয়েছে। কিন্তু চলাচলের অনুমতি নেই বলে সেই খাবার আমরা দূরে নিয়ে বিতরণ করতে পারছি না।