প্রচ্ছদ সারাদেশ শিবালয়ে নারী আক্রান্ত হলেও স্বামী-সন্তানের করোনা নেগেটিভ

শিবালয়ে নারী আক্রান্ত হলেও স্বামী-সন্তানের করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : 

শিবালয়ে নারী আক্রান্ত হলেও স্বামী-সন্তানের করোনার ফলাফল নেগেটিভ হয়েছে।

শিবালয়ের ওই নারীর (২৯) স্বামী ঢাকায় বিআরটিএতে চাকরি করেন। স্বামী ও এক শিশুসন্তান নিয়ে ওই নারী ঢাকার গেন্ডারিয়ায় থাকতেন। জ্বর, সর্দি-কাশি হওয়ায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বামী ও সন্তানকে নিয়ে শিবালয়ে বাবার বাড়িতে আসেন তিনি। এরপর রোববার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী, তার স্বামী ও সন্তানের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষায় নারীর করোনা পজিটিভ আসে। তবে তার স্বামী ও সন্তানের করোনার ফলাফল নেগেটিভ আসে। বিষয়টি শিবালয় উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রেজাউল হক বলেন, বর্তমানে ওই নারী সুস্থ আছেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে।

এ পর্যন্ত জেলার সিংগাইর উপজেলায় তিনজন, সদর উপজেলায় তিনজন, শিবালয়ে দুইজন এবং হরিরামপুর উপজেলায় একজনসহ মোট নয়জন করোনায় আক্রান্ত হলেন।