প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলার হুমকি

বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলার হুমকি

হুমকি আগে থেকেই ছিল। সেটা নতুন করে আরও একবার এল। রাশিয়া বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলা হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সকালে এই হুমকি আসে বলে জানিয়েছে রুশ পুলিশ। এজন্য রোস্তভ-ন্য-দানু শহরের সব বার ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ’২৬ জুন রোস্তভ-ন্য-দানু শহরে বোমা হামলার হুমকি এসেছে। সিরিজ ফোন কলের মাধ্যমে এই হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তবে প্রশাসন প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিয়েছে, বিপজ্জনক কোনও আলামতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবকিছু এখনও স্বাভাবিকভাবেই চলছে।’

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত কর্মকর্তারাও ভেন্যুগুলো নিরাপদ আছে বলে জানিয়েছে। তবে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর আস-পাশের অধিকাংশ দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকার করেছেন বিশ্বকাপ আয়োজক কমিটির মুখপাত্র।