প্রচ্ছদ রাজনীতি বিজয় কেঁড়ে নেওয়া হয়েছে: মির্জা ফখরুল

বিজয় কেঁড়ে নেওয়া হয়েছে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আমাদের (বিএনপি) বিজয় ছিনিয়ে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় নির্বাচনে পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার পুলিশ বাহিনী ও নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। গাজীপুরে ভোট ডাকাতি হয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোটগ্রহণ হয়েছে গাজীপুরে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেনি।

মির্জা ফখরুল বলেন, এ বিষয় নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করলে তারা কোনো ভূমিকা নেয়নি। এছাড়া পুলিশ বাহিনীর ভূমিকাও ছিলো সরকার দলীয় প্রার্থীর পক্ষে।

মঙ্গলবার (২৬ জুন) জিসিসি নির্বাচনে ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।