প্রচ্ছদ আর্ন্তজাতিক দ. সুদানে গাড়ি বহরে হামলা, বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

দ. সুদানে গাড়ি বহরে হামলা, বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গাড়ি বহরে হামলায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নাম লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দীকী। মঙ্গলবার সুদানের পশ্চিমাঞ্চলে ইয়ে ও লাসু শহরের মধ্যবর্তী অঞ্চালে এ হামলা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ওই গাড়িবহরটি দেশটির কেন্দ্রীয় ইকুয়টোরিয়া প্রদেশে মানবিক ত্রাণ সরবরাহে সহায়তার কাজে নিয়োজিত ছিল।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সংস্থার সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দীকী ত্রাণের একটি গাড়ির নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। ওই সময় অজ্ঞাত বন্দুকধারীর অতর্কিত গুলিতে তিনি মারা যান। এরপরই নেপালি শান্তিরক্ষী বাহিনী পাল্টা গুলি শুরু করলে হামলাকারীরা বনের মধ্যে পালিয়ে যায়।

বাংলাদেশি শান্তিরক্ষীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দুজারিক বলেন, মহাসচিব নিহতের পরিবার ও বাংলাদেশের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলাকে সাংবিধানিক যুদ্ধাপরাধ হিসেবে মনে করিয়ে দেন মহাসচিব। তিনি দক্ষিণ সুদানের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাওয়া সব সাহসী নারী-পুরুষের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

দুজারিক বলেন, আমরা মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেভিড শেয়ারারের সঙ্গে দেখা করে এই প্রাণহানির ঘটনায় ‍দুঃখপ্রকাশ করেছি। এছাড়া শান্তিরক্ষীর পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়াও সশস্ত্র গোষ্ঠীর এমন কার্যক্রমের নিন্দা জানিয়েছেন।

শেয়ারার বলেন, আমি আমাদের সহকর্মী লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী নিহত হওয়ার ঘটনায় তার পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, অসহায় মানুষকে সহায়তা দেওয়ার ও অন্যের জীবন রক্ষায় নিয়োজিত থাকা অবস্থায় এমন মর্মান্তিক সহিংসতায় তার মৃত্যু খুবই মর্মান্তিক।