প্রচ্ছদ সারাদেশ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

লকডাউন উপেক্ষা করে গাজীপুর মহানগরের টঙ্গী স্টেশন রোড, ও চান্দনা চৌরাস্তা ট্রাক ইস্টান এলাকায়  পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-য়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা ।

এছাড়াও টঙ্গী বিসিক এলাকায় একটি পোশাক কারখানা ও একটি ওয়াশিং কারখানায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। শ্রমিকদের দাবি গেল তিন মাস ধরে এ সকল কারখানায় শ্রমিকদের কোনও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

সরকার নির্ধারিত ১৬ই এপ্রিলের মধ্যে সকল কারখানা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা বলা হলেও অনেক কারখানার  শ্রমিকেরা কোনও বেতন পায়নি।

আন্দোলনরত শ্রমিকরা জানায়,মহামারি করোনার আতঙ্ক নিয়েও কাজ করে বেতন না দিলে খাওয়ার কোনও উপায় নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সড়ক অবরোধের কারণে জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।