প্রচ্ছদ খেলাধুলা ইংলিশদের বিপক্ষে কলম্বিয়ার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি

ইংলিশদের বিপক্ষে কলম্বিয়ার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি

ফিফা র‌্যাংকিংয়ের ১২ নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য নিজেদের শতভাগ উজাড় খেলতে হবে কলম্বিয়াকে। বিশেষ করে সাউথগেটের অধীনে তরুণ এই দলটির রয়েছে দারুণ ফর্মে। তবে ছেড়ে কথা বলবে না ট্রাই কালার’রাও। কারণ পোল্যান্ড-সেনেগালের মতো দলকে টপকে তারা জায়গা করে নিয়েছে সুপার সিক্সিটিনে। দর্শক ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে দুদলের শক্তি কিংবা দুর্বলতার খবর জানবো এবারের প্রতিবেদনে।

লন্ডন টু বোগোতা। ৫২৭৩ মাইল দূর যেন মিশে যাবে একটা বিন্দুতে। ইংলিশ কিংবা কলম্বিয়ান, সবার দৃষ্টি আটকে থাকবে হাজার কিলোমিটার দূরের স্পার্তাক মস্কোতে। কোয়ার্টারে ওঠার কঠিন সমীকরণে যেখানে মুখোমুখি, এই দুই লাতিন ও ইউরোপিয়ান পরাশক্তি।

ধারে-ভারে কিংবা ঐতিহ্য কলম্বিয়ানদের চেয়ে যোজন যোজন এগিয়ে ইংলিশরা। তবে এখানেও আছে একটা কিন্তু। এবারের বিশ্বকাপের সবচাইতে অনভিজ্ঞ আর তরুণ দল ইংল্যান্ড, যাদের গড় বয়স ২৫.৫ বছর। বিশ্বকাপ শুরুর আগে দলের সবাই মিলে খেলেছে মাত্র ৪৪৯ টি ম্যাচ। আর এটাই হতে পারে দুই দলের এক্স ফ্যাক্টর।

বিপরীতে কলম্বিয়া দলটা বেশ অভিজ্ঞ। ২৩ সদস্যের দলের ৯ জনই ছিলো গেলাবারের স্কোয়াডে। যেখানে সামনে থেকে দলকে নেতৃত্ব দিবেন রাদামেল ফ্যালকাও।

তবে মূল লড়াইটা হবে মাঠের বাইরের ডাগআউটে সাউথগেট আর হোসে পেকারম্যানের মধ্যে। লড়াইটা হবে অভিজ্ঞতা তারুণ্যের সংমিশ্রণে।

নিজেদের শেষ ৫ ম্যাচে দু’দলই হেরেছে ১টি করে ম্যাচ। এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে, গোলবারে কলম্বিয়ার ৩৩ শটের বিপরীতে ৩৫ শট করেছে থ্রি লায়ন্স’রা। সঙ্গে এখন পর্যন্ত ট্রাই কালারের বিপক্ষে ইংল্যান্ডের না হারার রেকর্ড নির্ভার করছে ইংলিশ সমর্থকদের।

হামেস রদ্রিগেজকে নিয়ে শঙ্কা থাকায় এ ম্যাচে মূল লড়াইটা হবে দু’দলের দুই অধিনায়ক হ্যারি কেইন আর রাদামেল ফ্যালকাওয়ের মধ্যে। ৫ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে থাকা কেইন এ ম্যাচে চাইবেন নিজেকে আরো ছাড়িয়ে যেতে।

ইউরোপিয়ান পাওয়ার ফুটবল নাকি লাতিন ছন্দ। গ্যালারিতে হলুদ ঢেউ নাকি লাল সাদার উল্লাস। ম্যাচ টেম্পারমেন্ট বলছে র‌্যাংকিংয়ের ৪ ধাপ ওপরে থাকা ইংলিশদের বিপক্ষে কলম্বিয়ার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। আর সেই জম্পেশ মহারণের অপেক্ষায় তাবদ ফুটবল দুনিয়া