আসছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ

একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ অবলোকন করতে যাচ্ছে পৃথিবী। আগামী ২৭ জুলাই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। ১০৩ মিনিটব্যাপী স্থায়ী হবে এ চন্দ্রগ্রহণ। একেবারে পৃথিবীর মাঝখান দিয়ে এবার চন্দ্রগ্রহণের ছায়া চলে যাবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

এ চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয়। তবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ হওয়ায় এটি অন্যান্য চন্দ্রগ্রহণ থেকে আলাদা হিসেবে দাবি করছেন তারা।

বিশ্বের বহু অঞ্চল থেকেই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব-এশিয়া ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকেও বেশ ভালোভাবে দীর্ঘ সময়ব্যাপী এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই বিশ্বকাপটা আমার হতেই হবে: নেইমার

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ জুন। তার প্রায় এক মাস আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেছেন, ‘এই বিশ্বকাপটা আমার হতেই হবে।’

রাশিয়া বিশ্বকাপের আগে পায়ের চোট পেয়ে বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। তবে পিএসজি তারকাকে ঘিরেই যে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের রণকৌশল ঠিক করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবং দলের জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তিনি।

ফেসবুকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর। আমি এখানে খেলতে চাই ও চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা আমার হতে হবে।’

রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য ২০০২ সালের পর কোনো শিরোপা জেতেনি। কিন্তু ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বযজ্ঞে সেলেকাওদের হয়ে উদযাপন করতে চান নেইমার। তিনি বলেন, ইতোমধ্যে আমি অনুশীলন শুরু করে দিয়েছি। আমি ভালো এবং স্বাচ্ছন্দ্য অনুভব করছি। অবশ্যই আমার মধ্যে কিছু ভয় ছিল। কিন্তু আমি ধীরে ধীরে ফিরে আসছি।

বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে রয়েছে ব্রাজিল। যেখানে সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ জুন প্রথম ম্যাচ খেলবে তিতের শিষ্যরা। গ্রুপের বাকি দুই দল হলো কোস্টারিকা ও সার্বিয়া।

পঞ্চগড়ে বিদ্যুতপিষ্টে এক যুবক নিহত

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বিদ্যুতপিষ্ঠে শাহিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৭ মে) দিবাগত রাতে সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের টেংনাপাড়ায় নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত শাহিন ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শাহিন তার বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ ছিড়ে থাকতে দেখে তার জোড়া দিয়ে টেপ মোড়ানোর সময় বৈদ্যুতিক শকে আক্রান্ত হন। পরিবারের লোকজন তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বিদ্যুতপিষ্ঠে ওই যুবক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ওসিকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের ওসিকে অপসারণসহ ৫ দফা দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে মটর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। বুধবার (১৭ মে) রাতে জেলা মটর মালিক সমিতি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২০ মে’র মধ্যে দাবি মানা না হলে ২১ মে হতে অনিদৃষ্টকালের পরিবহন ধর্মঘটের হুসিয়ারি দেন তারা। তবে তেঁতুলিয়া হাইওয়ে ওসি এনামুল হকের দাবি, জাতীয় স্বার্থে মহাসড়কে ওভার লোড নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের স্বার্থের ব্যাঘাত ঘটায় তারা নানান অভিযোগ তুলছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ‘ তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক ট্রাকের ক্যাপাসিটি (ওভার লোড) পাথর ও বালি লোডিং এর নামে অহেতুক গাড়ী চালকদের হয়রানী ও বৈষম্যমুলক আচরণ করছে। এজন্য তাকে প্রত্যাহার করতে হবে’। অন্য চারটি দাবির মধ্যে রয়েছে, যত্রতত্র পার্কিং করা বিআরটিসি বাস নিদৃষ্ট স্থানে পার্কিং করা, পৌরসভা কর্তৃক ঘোষিত অবৈধ ইজিবাইক, থ্রি-হুইলার ও পাগলুর ইজারা দরপত্র বাতিল করা, কেন্দ্রিয় ট্রাক টার্মনালে পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ সংস্কারের পূর্বে আহবান করা ইজারা বাতিল করা এবং কেন্দ্রিয় বাস টার্মিনালে জুয়া, মাদকসহ সুইপার বস্তি অপসারণ করা।

জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, ওসি এনামুল হক কিছু ট্রাকের মালামাল আডলোড করে রাখছেন। আবার অবৈধ সুবিধা নিয়ে অনেক ট্রাকে ওভার লোড থানা সত্বেও ছেড়ে দিচ্ছেন।

এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি এনামুল হক বলেন, ‘মটর মালিক ও শ্রমিকরা যৌথভাবে মহাসড়কে ওভার লোডিং নিয়ন্ত্রণের নামে চেকপোষ্ট বসানোর আবদার করেছিলেন। বিষয়টি আইনসিদ্ধ না হওয়ায় তা করতে দেওয়া হয়নি। এছাড়া জাতীয় স্বার্থে আমরা মহাসড়কে ওভার লোডিং নিয়ন্ত্রণে কাজ করছি। সংগত কারণেই মটর মালিক ও শ্রমিকদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে। এজন্যই তারা এসব অভিযোগ তুলছেন’।

স্বামীসহ সেই আ’লীগ নেত্রী এবার নিজেই অসুস্থ আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ এবার স্বামীসহ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদার মায়া নিজেই ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে। তিনি গুরুরতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার স্বামী মোহাম্মদ আলী তালুকদার ফারুককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। এ তথ্য মায়া তালুকদার নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানান কেও শত্রুতা করে খাবারে বিষ দিয়েছে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে আওয়ামীলীগের কর্মীসভার খাবার খেয়ে এক সাথে বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে ঝিনাইদহ পুলিশ বাহিনীর পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রান্নার কাজে নিয়োজিত বাবুর্চিদের জ্ঞিাসাবাদ করেছে মহেশপুর পুলিশ। ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমারকে প্রধান করে কমিটিতে ডিএসবি, ডিবি, এনএসআই ও সিআইডির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার জানিয়েছেন তদন্ত টিম এখন মাঠে। বিষয়টি স্যাবোটাজ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা জুড়ে ঘরে ঘরে এখন অসুস্থ রোগী। একসাথে বিপুল সংখ্যক মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকগন। ঝিনাইদহ জেলা প্রশাসনও এ ঘটনায় উদ্বিগ্ন। এদিকে দুই দিন পার হলেও খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শুধু কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন ২৪০ জন। এছাড়া মহেশপুর, চৌগাছা, জীবননগর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন আরো শাতাধীক রোগী। অনবরত বমি ও পাতলা পায়খানায় কাহিল হচ্ছে মানুষ। আক্রান্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বালে চিকিৎসকরা আশংকা করছেন। পুলিশ সুত্রে বলা হয়েছে, মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় কোটচাঁদপুর, কালীগঞ্জ, জীবননগর, টৌগাছা ও মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী যোগদেন। সভা শেষে তাদের মধ্যে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। এ বিরিয়ানি খাওয়ার পর থেকেই শত শত মানুষ অসুস্থ হতে থাকেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফসার আলী জানান, এটা নিশ্চত ভাবেই বলা যায় ফুড পয়জনিং। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহেশপুরে ৫৬ জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের সবাই আওয়ামীলীগের কর্মী, সমর্থক ও তাদের স্ত্রী সন্তান। মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান জানান, সভা শেষে এক প্যাকেট বিরিয়ানি পান তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেসহ খান। রাত ১১ টার দিকে ৩ জনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ফতেপুর গ্রামের একরামুল খান জানান, বিরিয়ানি খাওয়ার পর ভোররাতে পেটে ব্যাথা ও বমি পায়খানা শুরু হয়। তাকে সকালে এনে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মহেশপুর-কোটচাঁদপুর এলাকার সংসদ সদস্য নবী নেওয়াজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর হাসপাতালে আক্রান্তদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি রোগীদের মাঝে ওরস্যালাইন, কলা, গুড় ও চিড়া বিতরণ করেন। উপকরণ বিতরণ শেষে কোটচাঁদপুর হাসপাতাল গেটে মানববন্ধন ও কালোপতাকা মিছিল করে দলীয় নেতাকর্মীরা। এমপি নবী নেওয়াজ অভিযোগ করেন পারভিন তালুকদার মায়া আ’লীগের কোন নেতা নয়। অথচ দলের নাম ভাঙ্গিয়ে বরিশালের বাকেরগঞ্জ থেকে এখানে এসে লোকজন জড়ো করে তাদের জীবনকে হুমকীর মুখে ফেলে দিচ্ছেন। আগে তিনি রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন, আর এখন নি¤œমানের খাবার দিয়ে নেতাকর্মীদের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করছেন। এমপি নবী নেওয়াজের অভিযোগ মায়া তালুকদার আওয়ামীলীগ থেকে বিতাড়িত টাউট, বাটপাড়, কালোবাজারীদের দলে ভিড়িয়ে মহেশপুরকে অশান্ত করছে। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, এটা স্যাবোটাজ কিনা তা তদন্ত করে দেখছে। ইতিমধ্যে বার্বুূচিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেও খাবারের মধ্যে কিছু মিশিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া মহেশপুরের হাইস্কুল মাঠে এক কর্মীসভা ও র‌্যালীর আয়োজন করেন। এ কর্মীসভায় মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক শত কর্মী যোগদান করে। সভা শেষে তাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এ বিরিয়ানি খাওয়ার পর রাতে বাড়িতে যেতে বিষক্রিয়া শুরু হয়। তাদের মধ্যে প্রায় শ’খানেক লোক বমি ও পায়খানা করতে শুরু করে। অসুস্থদের মধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, কোটচাঁদপুরে ১৩ জন ও জীবননগরে ১০ জনকে ভর্তি করা হয়।

রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলায় চার্জ গঠন

সিলেটের শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটিরও বেশি পরিমাণ টাকা আত্মসাতের একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই অভিযোগ গঠন করেন।

রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ আলী। তিনি জানান, ২০১৭ সালের ৩ এপ্রিল সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে রাগীব আলীর বিরুদ্ধে ২ লাখ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকা আনুমানিক দুই কোটি ৭৯ লাখ ৫০ টাকা) আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন আখলাকুর রহমান গুলজার।

প্রসঙ্গত, রাগীব আলী ও তার ছেলে সিলেটের তারাপুর চা বাগান দখল ও আত্মসাতের দুটি মামলায় অভিযুক্ত হয়ে কয়েক মাস কারান্তরীণ ছিলেন। বর্তমানে তারা জামিনে আছেন।

সালাহর হাতেই মিশরের বিশ্বকাপ স্বপ্ন

আর মাত্র ২৯ দিন পরই পর্দা নামছে রাশিয়া ফুটবল বিশ্বকাপের। এটি বিশ্ব ফুটবল পাড়ায় আনন্দ উপলক্ষ্য, মাসব্যাপী চায়ের কাপে তর্ক-বিতর্ক। হাটি হাটি পা পা করে ২১তম বারের মতো মঞ্চায়নের অপেক্ষায় বিশ্বকাপ ফুটবল। তবে এই মঞ্চায়নের আগে প্রতিটি দল নিয়ে চুল-ছেঁড়া বিশ্লেষণে মত্ত বিশ্লেষকরা। প্রতিটি দলের সম্ভবনা সমস্যা-সমাধান ফুটিয়ে তোলাই মোক্ষম উদ্দেশ্য তাদের।

সে ধারাবাহিকতায় আজ চুল-ছেঁড়া বিশ্লেষণ চলবে রাশিয়া বিশ্বকাপ গ্রুপ-এ’র অফার সম্ভবনাময় দল মিশরকে নিয়ে। নানা নাটকীয়তায় ভর করে তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে নীল নদের দেশ মিশর।বিশ্বকাপ বাছাইয়ে আলেকজান্দ্রিয়া স্টেডিয়ামে কঙ্গো গোলরক্ষককে বোকা বানিয়ে গোটা মিশরবাসীকে উল্লাসে মাতান মোহাম্মদ সালাহ। সেদিন সালাহর জোড়া গোলেই রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে মিশর। মজার ব্যাপার হচ্ছে, আফ্রিকার হয়ে প্রথমেই বিশ্বকাপ মিশনে পা রাখে মিশর।

হিসেব বলছে, প্রায় ২৮ বছর পর ফুটবলের বিশ্বমঞ্চে পা রাখলো মিশর। সেই ১৯৩৪ ও ১৯৯০ বিশ্বকাপ খেলেছিল মুসলিম প্রধান দেশটি। ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে প্রথম রাউন্ডে হাঙ্গেরিকে ৪-২ গোলে উড়িয়ে দেয় পিরামিডের দেশটি। এরপর ১৯৯০ বিশ্বকাপে সেই ইতালির মাটিতেই চমক দেখায় মিশর। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডকে জিততে দেয়নি দলটি। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে পরাজিত হয় মিশর।

বাজির ঘোড়া
মিশরের বাজির ঘোড়া মোহাম্মদ সালাহ। যদি প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় কে? নিশ্চয় মেসি-রোনালদো কিংবা নেইমারের পাশাপাশি অনেকেই বলবেনন মোহাম্মদ সালাহর কথা। বলারই কথা। ২০১৭-১৮ ইউরোপিয়ান ফুটবল মৌসুমে নিজের ক্লাব লিভারপুলের হয়ে রীতিমত চোখ ধাঁধানো পারফর্ম করছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে লেখা লিখেছেন ৪৪টি গোল। তার হাত ধরেই ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। লিভারপুলের হয়ে আরো অনেক কিছু করে দেখানোর আছে এই মিসরীয় তারকার।

সালাহাতে স্বপ্ন দেখছে মিশর।
এছাড়াও সাফল্যের ধারাবাহিকতায় সালাহ জিতে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এখন পর্যন্ত ৩২ গোল করে তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা গোলদাতা হবার দৌড়ে আছেন সবার আগে। এমনকি তিনি ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন শু’ জয়ের দৌড়েও বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন।

শুধু প্রিমিয়ার লিগ নয় চ্যাম্পিয়ন্স লীগেও সালাহর পারফর্মেন্স সেরাদের কাতারে। রিয়েল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৫ গোলের পর ১০ গোল করা সালাহ চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় সেরা গোলদাতা। এই মিশরীয় তারকার অনন্য পারফর্মেন্সে লিভারপুল পৌঁছে গেছে ইউরোপের সেরা ক্লাব ফুটবল আসরের ফাইনালে। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকা অঞ্চলের সেরা গোলদাতা ছিলেন সালাহ। এখন অবধি ৫৭ ম্যাচে ৩৩ গোল করে দেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা।

অন্যান্য তারকা

মিশর টিমে সালাহ ছাড়াও হামিদ, রামাদান শোভির মতো বেশ কয়েকজন তারকা খেলেয়াড় রয়েছেন।

মিশরের সম্ভাবনা

রাশিয়া বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মিশরের সঙ্গী স্বাগতিক রাশিয়া-সৌদি আরব ও উরুগুয়ে। গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে নক আউট পর্বে ওঠার ক্ষেত্রে স্বাগতিক হিসেবে সুবিধা ভোগ করবে রাশিয়া। অন্যদিকে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়েও একেবারে ফেলনা নয়। সুয়ারেজ-এডিসন কাভানি ও ক্রিস্টিয়ান রদ্রিগেজের হাত ধরে চমক দেখাতে পারে দলটি। এককথায় অনেকটাই ব্যালেন্সড দল নিয়ে নামার চেষ্টা করবে দলটি।

রাশিয়া বিশ্বকাপে এমন উল্লাস দেখা যাবে তো?
তবে এক্ষেত্রে সালাহ-তারেক হামিদদের দিকে তাকিয়ে থাকতে হবে মিশরের। কারণ হিসেব মতে দুই দলই যাবে পরের রাউন্ডে।

ফিফা র‌্যাঙ্কিং- ৪৬

গ্রুপ-এ

গ্রুপে সঙ্গী যারা-স্বাগতিক রাশিয়া, সৌদি আরব, উরুগুয়ে।

প্রথম ম্যাচ-১৫ জুন। অর্থাৎ উদ্বোধনের পরের দিনই মাঠে নামবে দলটি।

প্রতিপক্ষ- উরুগুয়ে।

মিশরের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক – মোহাম্মদ আওয়াদ, এশাম এল হাদারি , মোহাম্মদ এল শেনাউই

রক্ষণভাগ- মোহাম্মদ আব্দেলশাফি, আহমেদ এল মোহামাদি, আহমেদ ফাতিহ, ওমর জাবের, আলি গাবর, আহমেদ হেজাজি, সাদ সামির।

মিডফিল্ডার – হোশাম আশুর, হুসেইন এল সাহাত, মোহাম্মদ এলনেনি, তারেক হামিদ, মোহাম্মদ মাগদি, আবদুল্লাহ সাইদ, মাহামুদ হাসান ত্রেজেগে।

ফরোয়ার্ড- কাহরাবা কুকে, মারওয়ান মোহসিন, মোহাম্মদ সালাহ, রামাদান শোভি, মোমেন জাকারিয়া ।

সেহরি-ইফতারে যা খাবেন

diabetes-ramadan-rtvonline-food list

বছর ঘুরে আবারও মুমিনের দুয়ারে হাজির মাহে রমজানুল মোবারক। বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। পবিত্র রমজান সামনে রেখে মানুষ তার সাধ্য অনুযায়ী পরিকল্পনা করে থাকেন। মানুষ তার স্বাদ ও সাধ্য অনুযায়ী এই সময়টা পার করার চেষ্টা করে থাকেন।

রমজান মাসে খাবারের ব্যাপারে সবাই একটু সতর্ক থাকেন। রোজায় অন্য সময়ের চেয়ে সবাই একটু ভালো খেতে চান। তবে খাবার কতটা মানসম্মত ও স্বাস্থ্যকর- সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। রমজান মাসে আগে থেকে বাজেট করে নিতে হবে কী খাবেন- কেমন খাবার আপনার পছন্দ। এসব বিষয়ে আপনাকে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে।

ইফতারে বাজেট : পবিত্র মাহে রমজানে ইফতারির মেন্যু নির্বাচন ভারি না করে হালকা ভালো। খেজুর, ফল, মুড়ি, লেবুর শরবত অথবা ফলের জুস মেন্যুতে থাকা ভালো। চাইলে মেন্যুতে দই-চিড়া রাখতে পারেন। তাছাড়া দই ও কলাও খেতে পারেন।

ইফতারে যতটা সম্ভব তেল জাতীয় খাবার বর্জন করা ভালো। অতিরিক্ত মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো। এ ছাড়া অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করা থেকে দূরে থাকতে হবে। কারণ তা শরীরে পানিশূন্যতা সৃষ্টি করে। তেহারি, বিরিয়ানি, হালিম না খাওয়াই ভালো। এগুলো পেট নরম করে। ফলে নানা ধরনের পেটের অসুখ দেখা যায়।

সেহরিতে খাবার : সেহরির খাবারে ভাত, ডাল, মাছ, ভাজি, মুরগির মাংস ও সবজি থাকতে পারে। পাশাপাশি প্রোটিন ও সামান্য ফ্যাট খেতে হবে। আঁশ জাতীয় খাবার খাওয়া ভালো। এগুলো শরীরে পানিশূন্যতা দূর করে। খরচ কমাতে সেহরিতে ডিম রাখতে পারেন। তাছাড়া সেহরির খাবারের তালিকায় যে কোনো সবজি থাকা ভালো। ফুলকপি, পটোল, করলা, আলু, বরবটি, টমেটো, বেগুন, চিচিঙ্গা-এর কয়েকটি একসঙ্গে করে নিরামিষ অথবা যে কোনো একটা রান্না করতে পারেন।

সর্বশেষ আপডেট...