প্রচ্ছদ অর্থনীতি ২০ এপ্রিলের মধ্যে বেতন পাবেন পোশাক শ্রমিকরা: বিজিএমইএ

২০ এপ্রিলের মধ্যে বেতন পাবেন পোশাক শ্রমিকরা: বিজিএমইএ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

তৈরি পোশকখাতের সব শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (১৫ এপ্রিল) পোশাক কারখানার মালিকদের সংগঠনটির সভাপতি রুবানা হক এক অডিও বার্তায় এ তথ‌্য জানান।রুবানা হকের দাবি, আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে পোশাক সংগঠনের পক্ষ থেকে এমন আশ্বাস দিলেও তা শতভাগ কার্যকর করতে পারছেন না অনেক মালিক। তাই মার্চের বকেয়া বেতন পরিশোধের জন্য ৪ দিন সময়, অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে।বিজিএমইএ সভাপতি বলেন,  ২৪ লাখ ৭২ হাজার শ্রমিকের মধ্যে আজ পর্যন্ত ১৯ লাখ ১৯ হাজার ৬০০ জন বা ৭৮ শতাংশ শ্রমিকের মার্চের বেতন পেয়েছেন।  আগামীকালের মধ্যে ৮০ শতাংশ পোশাক শ্রমিক বেতন পাবেন। বাকি ২০ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন ২০ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে।তিনি বলেন, শ্রমিকরা যখন বেতনের জন্য মাঠে নামে তখন তারা কার সদস্য তা দেখার সুযোগ নেই।  তাই আমাদের দায়দ্ধতা থেকে সব ব্যাংকের কাছে বেতন দেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় সহায়তারে জন্য আবেদন করেছি।  কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দিচ্ছে।  বড় কারখানগুলো বেশিরভাগ বেতন দিয়ে দিয়েছে। ছোট ও মাঝারি কারখানাগুলো কিছু সমস্যা হচ্ছে। তবে ছোট বড় এটা বড় বিষয় নয়।  সবার জন্য বেতনের ব্যবস্থা করা হবে। একটি শ্রমিকও বেতন ছাড়া থাকবেন না।রুবানা হক বলেন, গণপরিবহন বন্ধ। অনেক শ্রমিককে এখনো ক্যাশে বেতন দিতে হয়। যা আগামী মাস থেকে আর ক্যাশ দিতে হবে না। তবে বর্তমান পরিস্থিতে কিছু সমস্যা হচ্ছে। সব ব্যাংকের শাখা খোলা না। এ কারণে কিছু সমস্যা হচ্ছে। এটি সমাধানে ৫ থেকে ৭ দিন সময় লাগবে