প্রচ্ছদ হেড লাইন হবিগঞ্জে বাসচাপায় ৮ অটোরিক্সা যাত্রী নিহত

হবিগঞ্জে বাসচাপায় ৮ অটোরিক্সা যাত্রী নিহত

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা ৬ জনসহ ৮ জন নিহত হন। নিহত ৮ জনের মধ্যে ২ শিশু ও ১ নারী রয়েছেন।

নিহতদের মাঝে ছয়জনের পরিচয় জানিয়েছে পুলিশ। এরা হলেন, নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী ছমিরুন বেগম (৩০), তার মেয়ে মারিয়া বেগম (২), একই গ্রামের আবু শ্যামার মেয়ে হালিমা বেগম (২৫), সাতাই হাল গ্রামের মৃত ছুরত আলীর ছেলে লিটন মিয়া (১৮), একই গ্রামের আফতাব মিয়ার ছেলে কিতাব আলী (২৫) ও নূরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (১৭)। বাকি দুজনের অজ্ঞাত পরিচয় নারী ও পুরুষ।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এরশাদুল হক ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল পৌনে ৫টায় উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে সিলেটমুখী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দিলে ৮ জন মারা গেছে। তবে অটোরিক্সার ভেতরে আরও মানুষ আছে।

ওসি মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানিয়েছেন উদ্ধার কাজ চলছে। এ রিপোর্ট লেখার সময়কালে চারজন মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শিমুল মোহাম্মদ পলাশ বলেন, আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে একজন নারী। গাড়ির ভেতরে আটকে থাকা আরও দুটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছে ১০ জন।