প্রচ্ছদ সারাদেশ সিরাজদিখানে ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্বোধন

সিরাজদিখানে ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্বোধন

শোভন সারোয়ার, সিরাজদিখান, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝিকুটপত্র সম্পাদনা পরিষদের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় সিরাজদিখান প্রেসক্লাবে সম্পন্ন হয়।

সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ও ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক কেএন ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম। সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সহ সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদের পরিচালনায় ঝিকুটপত্রের ওয়েবসাইট উদ্বোধন করেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক ড. মুহাম্মদ জমির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ফ্রেন্ড এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল প্রমুখ। ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ ও সিরাজদিখান পররিষদের সহযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন মুন্সিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট মাহমুদ হাসান, আলোর পথে মানবকল্যাণের সভাপতি মোহাম্মদ আলী হৃদয়, বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি সয়ন শেখ, নিরাপদ চিকিৎসা চাই সিরাজদিখান শাখার সভাপতি কেএম সবুজ আহমদ, সিরাজদিখান যুব সংঘের সভাপতি ইয়ামিন আয়মান, বক্তাবলি পরগনা রক্তদান সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন, মালখানগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মোবারক হোসেন প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফসানা হাই তন্দ্রা, রাজু মোল্লা, শেখ রুপি, শোভন সারোয়ার, আশিকুল ইসলাম, শিহাবুদ্দীন আহমাদ বিপি, শেখ বাধন, খাদিজা আক্তার, তানজিল আহসান, মো. সিজান, মেহেদী হাসান জয় প্রমুখ।