প্রচ্ছদ খেলাধুলা সব ম্যাচেই আমি গোল পাব: কেন

সব ম্যাচেই আমি গোল পাব: কেন

রাশিয়া বিশ্বকাপের আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে এরইমধ্যে রাশিয়া বিশ্বকাপকে বিদায় জানিয়েছে জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন। তাই চলতি আসরে দারুণ কিছু করার এ বারই সেরা সুযোগ পাচ্ছে ইংল্যান্ড।

এদিকে, কলম্বিয়া ম্যাচেও ইংল্যান্ড যে গোলের জন্য হ্যারি কেন’র দিকে তাকিয়ে থাকবে সেটা পরিষ্কার। কেন নিজে জানিয়েছেন যে, মাঠে নামলেই গোল পাবেন এই বিশ্বাসটা তার তৈরি হয়েছে। জীবনের প্রথম দু’টি বিশ্বকাপ ম্যাচেই পাঁচ গোল করে কেন এখন সোনার বুটেরও দাবিদার। বেলজিয়াম ম্যাচে তাঁকে খেলানো হলে গোল সংখ্যাও বাড়িয়ে নিতে পারতেন।

কেন’র বক্তব্য, ‘‘এখন মনে হচ্ছে সব ম্যাচেই আমি গোল পাব। বিশেষ করে যখন গোলের সামনে আমার কাছে বল এসে পড়ছে। হ্যাটট্রিকের পরের ম্যাচই কলম্বিয়ার সঙ্গে খেলব। আবার গোল করতে চাই। করা দরকারও। কারণ এই ম্যাচটা অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’’

তাঁর সোনার বুট জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কেনের প্রতিক্রিয়া, ‘‘আমার লক্ষ্য সোনার বুট নয়। বিশ্বকাপটা দেশে নিয়ে যেতে চাই। সে জন্যই আমাকে গোল করতে হবে। তবে সেই সঙ্গে সোনার বুটটা নিতে পারলে খারাপ হয় না। কিন্তু তার জন্য সবার আগে বিশ্বকাপে টিঁকে থাকতে হবে।’’