প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ

শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে এবার বাড়বে শীতের প্রকোপ। হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহে অনেকটা এ জেলায় দিন দিন শীতের প্রকোপ দ্বিগুন ভাবে বাড়ছে। জানাগেছে, গত বারের চেয়ে জেলায় এবারের শীতের তাপমাত্রা অনেক নিচে নেমে আসবে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলে রহমান জানান, আগামী জানুয়ারির দিকে পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়সের নিচে নেমে আসবে। তিনি আরো জানান, রবিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিন ৬ ডিগ্রি সেলসিয়স এবং বিকেল ৩টা পর্যন্ত সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়স তাপমাত্রা।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা।
আব্বাস আলী নামে একজন জানান, শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্ট কর হয়ে পড়েছে।
এদিকে এই শীতে জেলা সদরসহ উপজেলার ডাক্তারেরা সুস্থ থাকার জন্য সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।