প্রচ্ছদ খেলাধুলা রোনালদো না থাকায় ভুগছে রিয়াল, একমত পুয়োল-ফিগো

রোনালদো না থাকায় ভুগছে রিয়াল, একমত পুয়োল-ফিগো

দরজায় কড়া নাড়ছে ‘এল ক্লাসিকো’। কাল বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে জিবে জল আনা এই ম্যাচে লড়বে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ নিয়ে দুই সাবেক ‘ক্লাসিকো’ কিংবদন্তি কার্লোস পুয়োল ও লুই ফিগোর মতামত, রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর না থাকাটা তাদের জন্য বেশ বড় একটা দুর্বলতা।

বার্সেলোনার কিংবদন্তি অধিনায়কদের তালিকা করতে গেলে কার্লোস পুয়োলের নাম হয়তো সবার ওপরেই থাকবে। বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার নিজেও ক্লাসিকোতে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার, অনেকবার নিয়েছেন রোনালদোকে আটকানোর দায়িত্ব। তিনি জানেন, পর্তুগিজ এই মহাতারকা এল ক্লাসিকোর মতো একটা মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কী রকম প্রভাব ফেলতে পারেন।

‘এটা স্বাভাবিক, দলের সেরা খেলোয়াড় যখন ছেড়ে চলে যায়, তখন সেই দলের পক্ষে খাপ খাওয়ানোটা বেশ কষ্টকর, দলের মানও নেমে যায়’—পুয়োলের মন্তব্য। তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদকে অবশ্যই রোনালদোকে ছাড়া কীভাবে খেলতে হয় সেটা শিখে নিতে হবে, রোনালদোর গোলগুলোর ওপর তারা অনেক নির্ভর করে থাকত, সেসব গোল কোথা থেকে কীভাবে আবারও আসবে, সেটার একটা সমাধান খুঁজে বের করতে হবে তাদের।’

নয় বছরে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বার্সেলোনার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো মোট ৩০টি এল ক্লাসিকো খেলেছেন। ৮ জয়ের বিপরীতে হার ১৪ ম্যাচ। এই ৩০ ম্যাচে রোনালদো গোল করেছেন ১৮টি, গোল বানিয়েছেন একটি।

আরেক ক্লাসিকো কিংবদন্তি ও পর্তুগিজ কিংবদন্তি লুই ফিগোও পুয়োলের সঙ্গে সুর মিলিয়েছেন। ফিগো আবার খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই দলের হয়েই খেলেছেন। ফলে তিনি জানেন, দল থেকে রোনালদোর মতো খেলোয়াড় চলে গেলে কেমন নেতিবাচক প্রভাব পড়ে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো গোটা ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়। তার মতো খেলোয়াড়েরা জানে, কীভাবে বড় ম্যাচগুলোয় গোল করে বা ভালো পারফর্ম করে দলকে সহায়তা করতে হয়। অবশ্যই রিয়াল মাদ্রিদকে তাড়াতাড়ি রোনালদোর একজন যোগ্য বিকল্প খুঁজে বের করতে হবে।’

যোগ্য বিকল্প হিসেবে ফিগোর নিজের পছন্দ বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড, ‘হ্যাজার্ড এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যে রিয়াল মাদ্রিদে খেলতে চায়। আমার মনে হয় না চেলসির সঙ্গে তার চুক্তির বেশি দিন বাকি আছে। তাহলে তার রিয়াল মাদ্রিদে যোগ দিতে ক্ষতি কী?’