প্রচ্ছদ খেলাধুলা রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল

রাহানেকে ফিরিয়ে ভয়ংকর জুটি ভাঙলেন তাইজুল

Ajinkya Rahane(vc)of India bats during day 2 of the 2nd Test match between India and Bangladesh held at the Eden Gardens Stadium, Kolkata on the 23rd November 2019.
(This test match is the first Day / Night Test match that India have taken part in)
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা।

স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ক্রিজে জমে গিয়েছিলেন তারা। তাতে দুরন্ত গতিতে ছুটছিল টিম ইন্ডিয়া।

তবে হঠাৎ থেমে গেলেন রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফিরলেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি (৫১)। তাতে কোহলির সঙ্গে ভাঙে তার ৯৯ রানের ভয়ংকর জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৪১ রান করেছে ভারত। খেলোয়াড়ি জীবনে ২৭তম সেঞ্চুরির (৮৯) অপেক্ষা আছেন কোহলি। এরই মধ্যে ১৩৫ রানের লিড নিয়েছে তারা।

প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। কোহলি (৫৯) ও রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন। এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেন। ০ মারেন তিন ‘ম’ মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান।

ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট। আর মোহাম্মদ শামি ঝুলিতে ভরেন ২ উইকেট।