প্রচ্ছদ জাতীয় রাজধানীতে ত্রাণের জন্য বিক্ষোভ

রাজধানীতে ত্রাণের জন্য বিক্ষোভ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

রাজধানীর বাড্ডা এলাকার লিংক রোডে ত্রাণের জন্য কয়েকশ কর্মহীন মানুষ বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে তারা বিক্ষোভ দেখান।

স্থানীয় কাউন্সিলদের কাছে ত্রাণ না পেয়ে তারা রাস্তায় বিক্ষোভ শুরু করেন। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের কেউ কেউ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি করেছেন।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশাচালক।