প্রচ্ছদ খেলাধুলা মেসি ও রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমন পাঁচ ফুটবলার জানাচ্ছেন কে সেরা

মেসি ও রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমন পাঁচ ফুটবলার জানাচ্ছেন কে সেরা

কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? গত এক যুগের সবচেয়ে পুরনো বিতর্ক এটি। পুরনো সেই কাসুন্দি নিয়ে নতুন করে ঘাটতে হচ্ছে এ দুই মহাতারকার সতীর্থদের জন্য। একই সঙ্গে মেসি ও রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমন পাঁচ ফুটবলার জানাচ্ছেন তাদের চোখে কে সেরা-

ইজিকুয়েল গ্যারায়
আর্জেন্টিনায় মেসি তার জাতীয় দল সতীর্থ। রিয়াল মাদ্রিদে খেলার সময় আবার রোনালদোর পাশেও খেলেছেন। কাকে পছন্দ? এমন প্রশ্নে এক বাক্যে মেসিকেই এগিয়ে রাখলেন গ্যারায়।

‘কেউ যখন আমাকে জিজ্ঞেস করেন কে সেরা, আমি বলি লিও। সেই অনূর্ধ্ব-১৫ থেকে তাকে দেখে আসছি। তখন থেকেই সে আমাকে মুগ্ধ করে আসছে। তার কোন সীমা নেই।’

আন্দ্রে গোমেজ
বার্সা থেকে এখন ধারে এভারটনের হয়ে খেলছেন আন্দ্রে গোমেজ। সেরার প্রশ্নে কূটনৈতিক পন্থায় হাঁটলেন পর্তুগিজ মিডফিল্ডার।

‘এ দুজনকে তুলনা করে খাটো করার কোন মানে হয় না। আমি কখনোই এর উওর দেব না। আমি পর্তুগিজ। তাই রোনালদোর জন্য আমার টান থাকাই স্বাভাবিক। বার্সেলোনা সতীর্থ মেসির জন্যও আমার তেমন টান।’

কার্লোস তেভেজ
অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে তেভেজও ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। ২০০৭-০৮ মৌসুমে দুজনে মিলে জিতেছিলেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মেসি-রোনালদোকে নিয়ে তেভেজও হাঁটলেন কূটনৈতিক পথে।

‘রোনালদো নিজেকে সেরা হিসেবে গড়ে তুলতে অনেক পরিশ্রম করে আর মেসির প্রতিভা প্রকৃতিপ্রদত্ত। আমার চোখে পৃথিবীর দুই সেরা খেলোয়াড়ের মাঝে এই পার্থক্য। মেসি অন্য ধারার ফুটবল খেলে। সে তিন গোল করলেও সেটা স্বাভাবিক।’

অ্যাঙ্গেল ডি মারিয়া
রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ডি মারিয়া। ২০১১ সালে তার দারুণ এক গোলেই কোপা ডেল রে জিতেছিল রিয়াল। কিন্তু প্রিয় খেলোয়াড় নির্বাচনে মেসিকেই এগিয়ে রাখলেন বর্তমানে পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ড।

‘মেসি সবসময় সেরা। প্রতিবছরই সে নিজেকে ছাড়িয়ে যায়। রোনালদো অবশ্যই বিশেষ একজন কিন্তু মেসি অন্য গ্রহের। তাকে বর্ণনা করার ভাষা আপনি খুঁজে পাবেন না। সে সবসময়ই আপনাকে চমকে দেবে।’

জেরার্ড পিকে
রিয়াল মাদ্রিদের নাম শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠা খেলোয়াড়দের একজন পিকে। তবে বার্সায় যোগ দেয়ার আগে ম্যানইউতে রোনালদোর পাশেও কিন্তু খেলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। তাই মেসি কিংবা রোনালদোকে দুরকমভাবে দেখেন তিনি।

‘আমার কাছে মেসি অন্য গ্রহের। আর রোনালদো এই পৃথিবীর মানুষের মাঝে সেরা ফুটবলার।’