প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে ২১টি স্থানে স্থায়ী হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ

মানিকগঞ্জে ২১টি স্থানে স্থায়ী হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ

মানিকগঞ্জ সংবাদদাতা :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ ২১টি স্থানে স্থায়ী হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ জনগনকে সচেতন করতে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর, জেলা হাসপাতাল গেট, পৌরসভা কার্যালয়, পাটুরিয়া ফেরিঘাট, প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়সহ জেলাশহরের গুরুত্বপূর্ণ স্থায়ীভাবে ২১টি হ্যান্ডওয়াশ বেসিন নির্মাণ করা হয়েছে। এসব স্থানে যে কোন ব্রক্তি সামাজিক দুরত্ব রক্ষা করে, বেসিনে থাকা সাবান ও পানি দিয়ে হাত-মুখ ধতে পারবেন।

বেসিন নির্মাণের পাশাপাশি, বিভিন্ন স্থানে ১’শ কেজি ব্লিচিং পাউডার এবং ২’শটি করে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে নানাধরণের প্রচার-প্রচারণাও করা হচ্ছে। 

সরকারী নির্দেশনা অনুযায়ী এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, এই স্থায়ী বেসিন জনসাধারণের খুব কাজে লাগছে।