প্রচ্ছদ সারাদেশ নড়াইলে ভিজিডির চাল উদ্ধার, ২ ইউপি সদস্যের কারাদণ্ড

নড়াইলে ভিজিডির চাল উদ্ধার, ২ ইউপি সদস্যের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে ত্রাণের ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির দায়ে জয়নগর ইউনিয়নের দুই সদস্যকে তিন মাসের কারাদণ্ড এবং আরও এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়নগর ইউনিয়নের সংরক্ষিত সদস্য মোসা. রনি বেগম ও সদস্য শেখ মোশারফ হোসেন এবং ব্যবসায়ী সুবাস চন্দ্র সাহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই দুই ইউপি সদস্য ত্রাণের চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে নড়াগাতি বাজারে ব্যবসায়ী সুবাসের চালের দোকানে রেখে বিক্রি করছিলো। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

পরে তিনি এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ইউপি সদস্যকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চাল ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।