প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে কঠোর অবস্থানে সেনা সদস্যরা

মানিকগঞ্জে কঠোর অবস্থানে সেনা সদস্যরা

মানিকগঞ্জ :

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জে রাস্তায় বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ সড়কে সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি টহলে নামে। মূলত অপ্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের বাড়িতে যাওয়ার জন্য মাইকিং করে সচেতন করছেন সেনা সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষদের ঘরমুখো করতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কে জেলা পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। ঘর থেকে বাইরে বের হলেই পুলিশি জেরায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মেজর মো. ফেরদৌস হোসেন ভূঁইয়া   জানান, মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এই সময়ে অযথা বাইরে চলাচলের কোনো সুযোগ নেই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনা টহল চলমান রয়েছে।

 মোড় কিংবা অলি-গলিতে সেনা টহল জোরদার করা হয়েছে। বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষদের ঘরে যেতে বাধ্য করা হচ্ছে।

সেনা কর্মকর্তারা বলছেন, প্রত্যেকের সচেতনতাই করোনা মোকাবিলার একমাত্র হাতিয়ার। এখন থেকে মানুষ সরকারের নিষেধাজ্ঞা না মেনে ঘরের বাইরে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।