প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের কালজয়ী ক্রিকেটার বিল্টুর অকাল প্রয়াণে ফ্রান্স ছাত্রদল সভাপতির শোক

মানিকগঞ্জের কালজয়ী ক্রিকেটার বিল্টুর অকাল প্রয়াণে ফ্রান্স ছাত্রদল সভাপতির শোক

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

মানিকগঞ্জের ক্রিকেট ইতি্হাসের কালজয়ী ক্রিকেটার আব্দুল কাদের বিল্টুর (৪৫) মটর সাইকেল দুর্ঘটনায় অকাল প্রয়াণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফ্রান্স শাখার সভাপতি মোঃ ফজলুল করিম শামীম গভীর শোক প্রকাশ করেছেন|

আজ এক প্রেস রিলিজে মোঃ ফজলুল করিম শামীম বলেন, বিল্টু ভাইয়ের এই অকাল মৃত্যু আমাদের মানিকগঞ্জবাসীর জন্য এক অপুরনীয় ক্ষতি| আমৃত্যু আমার হৃদয়ে কঠিন রক্তক্ষরণ হবে, আমার অনুভুতির গভীর থেকে গভীরে মিশে রবে আজীবন বিল্টু ভাই|

আমার প্রাণের প্রিয় একজন মানুষের এইভাবে অকাল প্রয়াণ!!? আমি কোনভাবেই মেনে নিতে পারছিনা| ভাই এইভাবে কেন চলে গেলেন?! হাজারো হাজারো শৈশব, কৈশোর আর জীবনের অম্লান স্মৃতি আমি কিভাবে বয়ে বেড়বো ,আপনার মতো এমন ভালো মানুষ পৃথিবীতে খুব কম আছে ভাই|

বিল্টু ভাই নব্বইয়ের দশকে মানিকগঞ্জের কৃতি ক্রিকেটার ছিলেন। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব- প্রভাত সংঘ, কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়ার ছিলেন।

আব্দুল কাদের বিল্টু ভাইয়ের এই অকাল প্রয়াণে মানিকগঞ্জের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন নক্ষত্রের পতন হলো| মহান আল্লাহ তায়ালা যেন বিল্টু ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন|