প্রচ্ছদ রাজনীতি মসজিদ খুলে দেয়া প্রশংসনীয় উদ্যোগ : সৈয়দ মুহাম্মদ রেউল করিম

মসজিদ খুলে দেয়া প্রশংসনীয় উদ্যোগ : সৈয়দ মুহাম্মদ রেউল করিম

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

আজই দেশের সমস্ত মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেউল করিম।

তিনি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, মসজিদ খুলে দেয়া প্রশংসনীয় উদ্যোগ। দেশের সবকিছু যখন খুলে দেয়া হচ্ছে তখন মসজিদ বন্ধ রাখার যৌক্তিকতা নেই।

বুধবার (৬ মে) পাঠানো এ বিবৃতিতে চরমোনাই পীর বলেন, যে মুহূর্তে দেশব্যাপী করোনা মহামারি আকার ধারণ করেছে এবং ক্রমেই তা মারাত্মক রূপ নিচ্ছে, এমতাবস্থায় মুসল্লিদেরকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে।

তিনি আরো বলেন, বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে এবং ফরজ নামাজ ও তারাবিহ পড়ে বাসায় ফিরে যেতে হবে। স্বাভাবিকের চেয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে কাতারবন্দি হতে হবে। অসুস্থ ব্যক্তি, বেশি বয়স্ক ও নাবালেগ বাচ্চারা মসজিদে যাবে না।