প্রচ্ছদ জাতীয় ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে থাকলে গেজেটের পরও পরিবর্তন

ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে থাকলে গেজেটের পরও পরিবর্তন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করবে ইসি। যেকোনো ভোটকেন্দ্র কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে থাকলে গেজেট প্রকাশের পরও তা পরিবর্তনের সুযোগ থাকবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হলেও এমন কী গেজেট প্রকাশ করা হলেও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৮(৫) অনুচ্ছেদ অনুসারে চূড়ান্ত তালিকায় উল্লিখিত কোনো ভোটকেন্দ্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা জরুরি ভিত্তিতে কমিশনকে জানাতে হবে।

প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিটি নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্র সরজমিনে যাচাই করে এ বিষয়ে নির্বাচন কমিশনে পাঠাতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে।

পরিপত্র সূত্রে জানা যায়, ৩০০ আসনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরির জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেয় ইসি। রিটার্নিং কর্মকর্তারা তাদের আওতাধীন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের তালিকা আগের দেওয়া ছকে ইসির কাছে পাঠাবেন। ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের সময় ইতোপূর্বে নির্দেশনার আলোকে বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ পাঠাবেন। সংশ্লিষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট ৩০ ডিসেম্বর।