প্রচ্ছদ জাতীয় জোটবদ্ধভাবে নির্বাচনের আবেদনের সময় বাড়ল ৩ দিন

জোটবদ্ধভাবে নির্বাচনের আবেদনের সময় বাড়ল ৩ দিন

পুনরায় তফসিল ঘোষণা করায় রাজনৈতিক দলগুলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার জন্য আবেদন করতে আরো তিন দিন সময় পাবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত জোটবদ্ধভাবে নির্বাচনের আবেদনের সুযোগ পাচ্ছে দলগুলো।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘এটা স্বাভাবিকভাবে বাড়বে। আগে যখন তফসিল ঘোষণা করা হয়েছিল, তার পরবর্তী তিন দিনের মধ্যে জোটবদ্ধভাবে আবেদন করার নিয়ম ছিল। যেহেতু আজকে আবার নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে, সেজন্য নতুন করে আরো তিন দিন বাড়বে।’

এর আগে ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আবার তফসিল নির্ধারণ করে ইসি।

পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।