প্রচ্ছদ খেলাধুলা ব্রাজিলে বিশ্বকাপ উত্তেজনা নেই,আছে বাংলাদেশে!

ব্রাজিলে বিশ্বকাপ উত্তেজনা নেই,আছে বাংলাদেশে!

এবারের বিশ্বকাপের ফেভারিটের তালিকায় সবার উপরে নাম ব্রাজিলের। নেইমার, কুতিনহো, জেসুসদের নিয়ে গড়া ব্রাজিল স্কোয়াড রাশিয়া বিশ্বকাপের অন্যতম শক্তিশালী। সেলেসাওদের সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে হার মাত্র ১টি। ফিফা র‌্যাংকিংয়ের দুইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অথচ ফুটবল পাগল দেশটিতেই কিনা নেই বিশ্বকাপ নিয়ে কোন উত্তেজনা, উৎসব। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অর্থনৈতিক মন্দা ও ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের হার ব্রাজিলের মানুষের মনে রাশিয়া বিশ্বকাপ নিয়ে আগ্রহ কম।

এর বিপরীত চিত্র বাংলাদেশে। ফুটবল বিশ্বের তলানীর দেশ বাংলাদেশে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা। বলা হয়, বাঙালির রক্তে মিশে আছে ফুটবল। বিশ্বকাপ এলেই যেন এর মাত্রা বাড়ে কয়েকগুণ।এদেশের সিংহভাগ ফুটবলপ্রেমী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ শুরু হতে ২০ দিন বাকি থাকলেও ইতোমধ্যে প্রিয় দলের জার্সি কেনার ধুম পড়ে গেছে। বাড়ির ছাদে পতাকা উড়ানোর প্রতিযোগিতা চলছে।

কিন্তু ব্রাজিলে নেই বিশ্বকাপ নিয়ে উত্তেজনা। জার্সি বিক্রিতে মন্দা চলছে ব্রাজিলের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে। ফুটবল পাগল দেশটি অনেকদিন আগে থেকেই অর্থনৈতিক মন্দায় ভুগছে। সঙ্গে সেখানকার রাজনীতিবিদদের দুর্নীতিতে ব্রাজিলের মানুষ অতিষ্ঠ। এসব কারণেই মূলত বিশ্বকাপ নিয়ে উৎসবে ভাটা পড়েছে ল্যাটিন আমেরিকার দেশটিতে।

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারে সেদিন কেঁদেছিল পুরো ব্রাজিল। সে হারের রেশ ব্রাজিলিয়ানদের মনে রয়ে গেছে এখনো। তাদের বিশ্বকাপ আনন্দে কিছুটা বাধা ওই হারটিও। তবে বিশ্বকাপে ব্রাজিলের ১টি কিংবা ২টি জয় পাল্টে দিবে সে দেশের চিত্রপট।