প্রচ্ছদ আজকের সেরা সংবাদ বিরামহীন মানুষ মারছে করোনা, দেশে মোট মৃত ৮৪

বিরামহীন মানুষ মারছে করোনা, দেশে মোট মৃত ৮৪

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। স্বস্তিতে নেই বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। আর মৃতের সংখ্যা মোট ৮৪।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২১৪৪ জনে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

গত কয়েকদিনের দিনের আক্রান্ত ও মৃতের সংখ্যা হিসেব করলে দেখা যায়, ৯ এপ্রিল দুপুর পর্যন্ত ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় ১১২ জন, মারা যান ১জন। ১০ এপ্রিল আক্রান্ত হন ৯৪ জন, মারা যান ৬জন। ১১ এপ্রিল শনাক্ত হয় ৫৮ জনের দেহে, মারা যান ৩ জন।

১২ এপ্রিল ১৩৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়, মারা যান ৪ জন। ১৩ এপ্রিল আক্রান্ত হন ১৮২, মারা যান ৫। ১৪ এপ্রিল আক্রান্ত হন ২০৯ জন, মারা যান ৭ জন। ১৫ এপ্রিল এই সংখ্যা ঠেকে ২১৯ জনে, মারা যান ৪জন। আর ১৬ এপ্রিল আক্রান্ত হলেন ৩৪১ জন, মারা যান ১০ জন। ১৭ এপ্রিল আক্রান্ত হন ২৬৬ জন, মারা যান আরও ১৫ জন। আজ ১৮ এপ্রিল আক্রান্ত হয়েছেন ৩০৬ জন, আর ৯ জন মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়