প্রচ্ছদ আজকের সেরা সংবাদ করোনা : নতুন আক্রান্তের বেশির ভাগ তরুণ

করোনা : নতুন আক্রান্তের বেশির ভাগ তরুণ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : 

গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মোট সংখ্যা বেড়ে ২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯ জন। নতুন আক্রান্তের মধ্যে বেশিরভাগই তরুণ।

শনিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে  সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এসব জানানো হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছে ২৭ ভাগ।  ৩১ থেকে ৪০ বছর বয়সী ২২ ভাগ। ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছে ১৯ ভাগ। 

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই বিফ্রিয়ে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ ভাগ আর নারী ৩৮ ভাগ। অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এরমধ্যে ঢাকা মহানগরের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ এলাকায় সংক্রমিতের হার বেড়েছে।