প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্বার শান্তি কামনায় মহাসড়কে দোয়া

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্বার শান্তি কামনায় মহাসড়কে দোয়া

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার দশমাইল বাজারে বাস ও বৈদ্যুতিক পোলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় নিহত আত্বার শান্তির জন্য রাস্তার উপর দোয়া ও মুনাজাত করেছে এলাকাবাসীসহ নিহতের পরিবার।

শুক্রবার (২ নভেম্বর) বিকেলে দশমাইল বাজারে মহাসড়কের উপর এই দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়ক বন্ধ থাকে। দোয়া ও মুনাজাত শেষে উপস্থিত সকলেই প্রশাসনকে উদ্দেশ্য করে দশমাইল বাজারে মহাসড়কের দুই পাশে ইস্প্রিট ব্রেকার/ গতি রোধকের দাবি জানান।

পঞ্চগড় সদরের সাতমেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির আহব্বানে এই দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। মুনাজাতে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারা সাদাত স¤্রাট, অত্র ইউনিয়নের মেম্বার মিন্টু কামাল, এলাকার সকল স্থরের সাধারণ মানুষ, নিহত ও আহত পরিবারের সদস্যসহ তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক, পঞ্চগড় সদর থানার ইন্সিপেক্টর (তদন্ত) মো. জামাল হোসেনসহ প্রমূখ।