প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ পঞ্চগড়ে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা পর্যায়ে পর্যটন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতা ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারি বেরসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পঞ্চগড় জেলায় পর্যটনের সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীরা পঞ্চগড়ের পর্যটন খাতকে এগিয়ে নিতে তাদের মতামত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, পৌর মেয়র তৌহিদুল ইসলাম। এই কর্মশালার আলোকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে পঞ্চগড়ের পর্যটনকে ঘিরে সম্ভাবনাময়ী ও পর্যটকবান্ধব পরিকল্পনা গ্রহণ করা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।