প্রচ্ছদ আজকের সেরা সংবাদ গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণতান্ত্রিক ধারায় সমালোচনা সব সময় গুরুত্বপূর্ণ। আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। আমরা কোনো বাধা সৃষ্টি করব না। কোনোদিন বাধা দেইনি, দিব না।’

আজ বুধবার বিকেল ৩টায় নিয়ম অনুযায়ী দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে পুননির্বাচিত করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো স্পিকার হলেন তিনি।

তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর ফজলে রাব্বি মিয়াকে আবারও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেন সংসদ সদস্যরা। তাঁকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনকে একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রই একটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। আর তা আজ বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণিত সত্য। আজ আমরা আর্থ সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে গিয়ে এখন উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘এর পূর্বে সংসদ যখন চলেছে, দেশবাসী দেখেছেন একটা চমৎকার পরিবেশের মধ্য দিয়ে সংসদ পরিচালিত হয়েছিল। তাই মানুষের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছিলাম। আবার যেহেতু সংসদে নির্বাচিত হয়ে এসেছি, অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য।’

প্রথা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রপতি বক্তব্য শুরু করবেন বলে জানানো হয়েছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে।