প্রচ্ছদ খেলাধুলা ‘নেইমার অভিনেতা নয়’

‘নেইমার অভিনেতা নয়’

নেইমারের নৈপুণ্যে মেক্সিকোকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। ওই ম্যাচে দলকে এগিয়ে নেওয়ার পর রবের্ত ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। এবারের আসরে খেলা চার ম্যাচের মধ্যে ওই ম্যাচেই সবচেয়ে ভালো খেলেন পিএসজির এই ফরোয়ার্ড। তবে রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই মাঠে নেইমারের বারবার আহত হওয়ার ‘অভিনয়’ নিয়েও চলছে সমালোচনা।

মাঠে নাটুকেপনার জন্য কটু কথা বলে প্রতিপক্ষের মানসিকতা দুর্বল করে না দিয়ে বরং নেইমারের প্রশংসায় পঞ্চমুখ রোমেলু লুকাকু। বৃহস্পতিবার এমন এক প্রশ্নের জবাবে লুকাকু সাংবাদিকদের বলেন, ‘নেইমার অভিনেতা নন। খেলোয়াড় হিসেবে তাঁর যোগ্যতা অবিশ্বাস্য। ডিফেন্ডারেরা তাঁর ওপর একটু চড়াও হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি ভবিষ্যতে সে সেরা খেলোয়াড় হতে যাচ্ছে।’

যদিও গত সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে ছিটকে পড়ার পর নেইমারের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। মাঠে এই ফরোয়ার্ডের আচরণ তার কাছে ‘অতিমাত্রায় অভিনয়’ মনে হয়েছে।