প্রচ্ছদ রাজনীতি নতুন জোট বাম ঐক্য ফ্রন্ট এর আত্মপ্রকাশ

নতুন জোট বাম ঐক্য ফ্রন্ট এর আত্মপ্রকাশ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন-এই চারটি সংগঠন মিলিত হয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট ‘বাম ঐক্য ফ্রন্ট’।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই চারটি দল থেকে তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজনকে জোটের সমন্বয়ক করা হবে। বর্তমানে জোটের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন গণমুক্তির ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দিন আহমেদ নাসু।

বক্তারা বলেন, দেশে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এই বাম ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা যা করা  দরকার এজন্য তাই করা হবে।

সংবাদ সম্মেলনে বাম ঐক্য ফ্রন্ট এর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো, আগামী ১৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেমিনার এবং ৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ। এছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে কর্মীসভা, পথসভা, জনসভা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড শওকত আহমেদ, গণমুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া, আনোয়ার সায়েদ ও মহিউদ্দিন প্রমুখ।