প্রচ্ছদ আর্ন্তজাতিক সৌদি কনস্যুলেটে তল্লাশি করতে চায় তুরস্ক

সৌদি কনস্যুলেটে তল্লাশি করতে চায় তুরস্ক

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে তল্লাশি করতে অনুমতি চাচ্ছে তুরস্ক।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এই প্রদায়ক গত মঙ্গলবার কনস্যুলেটে ঢোকার পর থেকে নিখোঁজ রয়েছেন। এর আগে তুরস্ক সরকার বলছে, জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।

তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূতকে রোববার দ্বিতীয়বারের মতো তলব করেছে।

এদিকে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগি সৌদি কনস্যুলেট ত্যাগ করেছেন বলে যে দাবি সৌদি আরব করছে, তার প্রমাণ হাজির করতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তার নিখোঁজ হওয়া নিয়ে একটি তদন্তে সৌদি আরবকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের সাবেক পত্রিকা সম্পাদক, দেশটির সরকারের সাবেক উপদেষ্টা ও মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাশোগি গত মঙ্গলবার ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন। এতে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে যান সাংবাদিক জামাল খাশোগি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি আগ্রাসন ও ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড়ের কড়া সমালোচনা করেন এ সাংবাদিক।

সৌদি কর্তৃপক্ষ বলেন, কনস্যুলেটে ঢোকার কিছুক্ষণ পরেই তিনি চলে যান। কিন্তু বাইরে অপেক্ষারত তার বাগদত্তা বলেন, কনস্যুলেটে ঢোকার পর তাকে আর দেখা যায়নি।

এরদোগান বলেন, আমরা খাশোগির নিখোঁজ নিয়ে তদন্তের যথাসম্ভব দ্রুত ফল দেখতে চাই। খাশোগি কনস্যুলেট থেকে বেরিয়ে গেছে বলে সৌদি কর্মকর্তারা পার পাবেন না।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তিনি ব্যক্তিগতভাবে এ মামলা পর্যবেক্ষণ করছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ তুরস্ক সরকারের হাতে নেই।