প্রচ্ছদ খেলাধুলা দুই বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি

দুই বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মহামারি করোনাভাইরাসের কারণে দুটি বিশ্বকাপের বাছাইপর্বের কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আসর দুটি হলো- ২০২১ নারী বিশ্বকাপ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আজ মঙ্গলবার দুপুরে এক বিবৃতি দিয়ে স্থগিতের বিষয়টি জানায় আইসিসি।

সংস্থাটি জানায়, সদস্য দেশগুলোর সরকার, স্বাস্থ্যবিভাগের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনার পর এই দুই বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সদস্য দেশগুলোর সঙ্গে আবারও আলোচনা করে নতুন সূচি প্রকাশ করা হবে।

শ্রীলঙ্কায় চলতি বছরের ৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ২০২১ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে তিনটি দল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পেতো। এ ছাড়া যুব বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব ২৪ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ডেনমার্কে হওয়ার কথা ছিল।

এ বিষয়ে আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেন, ‘চলমান ভ্রমণের বিধি-নিষেধ, স্বাস্থ্য সংক্রান্ত বৈশ্বিক উদ্বেগ, সদস্য দেশগুলোর সরকার এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আমরা আসন্ন এই দুটি  ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ কঠিন সময়ে আমাদের অগ্রাধিকারের বিষয় হলো- খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ভক্ত এবং পুরো ক্রিকেট সম্প্রদায়কে সুরক্ষিত রাখার ব্যবস্থা নেওয়া।’

‘আমরা ইভেন্ট স্থগিত করা এবং আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করা নিয়ে অবগত আছি এবং অবশ্যই সময়মতো দায়িত্বশীল সিদ্ধান্ত নেবো’ যোগ করেন ক্রিস টেটলি।