প্রচ্ছদ আজকের সেরা সংবাদ তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী আনিসুল হক। তবে তাঁরা আশা করেছিলেন, এ ঘটনার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। রায় পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তারেক রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিছ চৌধুরীর সাজা ফাঁসিতে বর্ধিত করা যায় কি না, সে জন্য উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তাঁরা যতটুকু জেনেছেন, এ ঘটনায় ৫২ জন আসামির মধ্যে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন, এ ঘটনার মূল নায়ক তারেক রহমান। তাই রায়ে তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।