প্রচ্ছদ জাতীয় ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে: গৃহায়ণ মন্ত্রী

ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে: গৃহায়ণ মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী ঢাকা শহরের পরিধি বাড়ানো হচ্ছে। সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে সচেষ্ট রয়েছে। এজন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মোট ২২টি প্লট উন্নয়ন প্রকল্পসহ মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে।
জাতীয় সংসদের ২১তম অধিবেশনে সরকার দলীয় সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার (কুমিল্লা-১) প্রশ্নের জবাবে এ তথ্য। তিনি আরো বলেন, যেসব জেলা উপজেলায় হাউজিং প্রকল্প গ্রহণ করা হয়নি, সেখানে জনগণের চাহিদা ও নিষ্কন্টক জমি পাওয়া গেলে প্রকল্প নেওয়া যাবে। দাউদকান্দিতেও নেওয়া যাবে।
দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়সীমার মধ্যে আবাসন
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১)প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় গৃহায়ণ নীতিমালায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়সীমার মধ্যে আবাসনের দুষ্প্রাপ্যতা রোধকল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। গৃহায়ণ নীতিমালার উদ্দেশ্যগুলো হলো- সকলের জন্য উপযুক্ত বাসস্থান ও টেকসই মানব বসতি উন্নয়নের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগহ, কারিগরি, নৈতিক ও মানসিক দিক নির্দেশনা প্রদান করা। দ্বিতীয়ত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুশাসন ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে গৃহায়ণের উদ্দেশাবলী প্রয়োগ।
তিনি জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু জমির ক্রমহ্রাস, পরিবেশ অবক্ষয় এবং আন্তর্জাতিক বিরাজমান প্রেক্ষাপট বিবেচনায় ’জাতীয় গৃহায়ণ নীতিমালা-১৯৯৩ (সংশোধিত- ১৯৯৯)’ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও সমন্বয় সাধনপূর্বক একে আরো বেশি কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় গৃহায়ণ নীতিমালা-২০১৬ প্রণয়ন করে, যা ২০১৭ সালের ২৭ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।