প্রচ্ছদ খেলাধুলা জয় পেতে বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য

জয় পেতে বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য

শুরুটা করলেন আবু হায়দার। অভিষিক্ত পেসারের চমৎকার বোলিংয়ে পাওয়া ভিতের ওপর দাঁড়িয়ে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের ঘূর্ণিতে আফগানিস্তান পথ হারালেও রশিদ খান ও গুলবাদিন নাইবের চমৎকার ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়েছে তারা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে আফগানরা স্কোরে জমা করেছে ২৫৫ রান।

বল হাতে দারুণ একটি দিন পার করছেন সাকিব। এশিয়া কাপের আগের ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও আফগানিস্তানের বিপক্ষে সাফল্য পেয়েছেন তিনি। বল হাতে তার শিকার ৪ উইকেট।

যদিও বাংলাদেশের উইকেট উৎসবের শুরুটা করেছিলেন আবু হায়দার। অভিষেকেই আলো ছড়িয়েছেন এই পেসার। তাদের চমৎকার বোলিংয়ের পরও আফগানিস্তানের স্কোর অতদূর গিয়েছে গুলবাদিন নাইব ও রশিদ খানের জুটিতে।