প্রচ্ছদ খেলাধুলা জয় দিয়ে শুরু মাশরাফিদের

জয় দিয়ে শুরু মাশরাফিদের

ত্রিদেশীয় সিরিজ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। কাল ওয়েস্ট ইন্ডিজকে ৮ হারায় টাইগাররা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৬১/৯। জবাবে ব্যট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে বাংলাদেশে। ২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ সাবধানী করেছিলেন তামিম এবং সৌম্য। তবে শুরু থেকেই চালিয়ে খেলার আভাস দিয়ে রেখেছিলেন সৌম্য। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারির খাতা খোলেন তিনি। আবার পঞ্চম ওভারের প্রথম বলেই দ্বিতীয় বাউন্ডারিটিও মারেন তিনি।

ইনিংসের ১২তম ওভারে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে প্রথম ছক্কা মারেন সৌম্য। ১৮তম ওভারের শেষ বলে হোল্ডারকেই বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে নিজের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। এ মাইলফলকে পৌঁছতে ৪৭ বলে ৭ চার এবং ১টি ছক্কা হাঁকান সৌম্য। খানিক পরই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম ফিফটি তুলে নেন তামিম। তামিম ৭৮ বলে ৫ চারের মারে অর্ধশতক পূর্ণ করেন। পরে ব্যাট হাতে তামিম ইকবালকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৮০ রান শ্যানন গ্যাব্রিয়েলের বলে তামিম সাজঘরে ফেরেন। দুই ওপেনারের উইকেট নিলেও ম্যাচে ফেরা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। উল্টো তৃতীয় উইকেটে জুটি গড়ে বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম।সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৪১তম হাফসেঞ্চুরি।  ৬১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। মুশফিকের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩২ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬১/৯ (হোপ ১০৯, আমব্রিস ৩৮, ব্রাভো ১, চেজ ৫১, কার্টার ১১, হোল্ডার ৪, ডাওরিচ ৬, নার্স ১৯, রোচ ১, কটরেল ৪*, গ্যাব্রিয়েল ০*; সাইফ ১০-১-৪৭-২, মাশরাফি ১০-০-৪৯-৩, মুস্তাফিজ ১০-০-৮৪-২, সাকিব ১০-০-৩৩-১, মিরাজ ১০-০-৩৮-১)।
বাংলাদেশ: ৪৫ ওভারে ২৬৪/২ (তামিম ৮০, সৌম্য ৭৩, সাকিব ৬১*, মুশফিক ৩২*; কটরেল ৭-০-৪৭-০, রোচ ৭-০-৩০-০, গ্যাব্রিয়েল ১০-০-৫৮-১, হোল্ডার ৪-০-২৭-০, নার্স ৭-০-৪৬-০, চেইস ১০-০-৫১-১)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শাই হোপ