প্রচ্ছদ জাতীয় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে বাধা কাটল

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে বাধা কাটল

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন চূড়ান্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আর কোনো আইনি বাধা থাকল না।

৩১ অক্টোবর (‍বুধবার) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষরিত এই অধ্যাদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব ও নির্বাচন কমিশনের (ইসি) সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘আরপিও সংশোধনীতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি স্বাক্ষর করেন। এটার গেজেট আইন মন্ত্রণালয় করবে। আমার জানা মতে, গেজেট আজ (বুধবার) রাতেই হয়ে যাওয়ার কথা।’

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে।’

দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে আরপিও সংশোধন পাস হয়নি। এ কারণে রাষ্ট্রপতি নিজ ক্ষমতাবলে এটি সংশোধনের অধ্যাদেশ জারি করলেন।

এই অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত হলো।

৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। সংসদ বহাল রেখে ক্ষণ গণনা শুরুর ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।