প্রচ্ছদ সারাদেশ ছুটির ৪১ তম দিনে এসে স্বরূপে ফিরতে শুরু করছে মানিকগঞ্জ

ছুটির ৪১ তম দিনে এসে স্বরূপে ফিরতে শুরু করছে মানিকগঞ্জ

মানিকগঞ্জ :

করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতা বাড়ার কারণে সাধারণ ছুটির ৪১ তম দিনে এসে স্বরূপে ফিরতে শুরু করছে চিরচেনা মানিকগঞ্জ। শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি সড়কে চলাচল করছে। বৃহস্পতিবার (৭ মে) শহীদ রফিক সড়কে অনেকটা যানজট দেখা গেছে। অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কে শুধুমাত্র গণপরিবহন ছাড়া সবই চলতে দেখা গেছে।

সড়কগুলোতে ট্রাক ও লরি ছাড়াও লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। বলা যায় দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের যানবাহনই সড়কে চলাচল করছে।
ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাসহ বেড়েছে বাসষ্ট্যান্ডসহ শহরের সড়কে। বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ও দেখা গেছে।

সোমবার (৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপিংমল খোলা রাখার ঘোষণা দেওয়ার পরের দিনই মানিকগঞ্জ শহর প্রায় স্বাভাবিক হতে শুরু করেছে। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। ফলে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। সকালের দিকে ব্যংকের সামনে বেতন তুলতে দীর্ঘ লাইন দেখা গেছে।


শহরের মার্কেট ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানের সাটার অর্ধেক খোলা। ভেতরে ক্রেতা রয়েছেন। দোকানদারেরাও ক্রেতাদের তাদের চাহিদা মতো পোশাক দেখাচ্ছেন।

একই চিত্র দেখা গেছে শহরের প্রবেশপথে। এক সিএনজি অটোরিকশাচালক বলেন, পেটের তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। তবে আগের চেয়ে এখন অনেক বেশি যাত্রী মিলছে। কয়দিন আগেও খুব ভয় ও আতঙ্ক ছিলো মানুষের মাঝে, এখন আর সেটা নেই। পুরোদমে আমরা গাড়ি চালাচ্ছি। কোনো বাধা নেই।

এব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, “জেলা শহরসহ জেলাজুড়ে লক ডাউন চলছে। এছাড়া কোনক্রমেই ১০ মে এর আগে বিপণিবিতান, তৈরী পোশাকের দোকান, জুতার দোকান, লাইব্রেরি, কসমেটিক্সসহ আওতা বর্হিভূত কোনো দোকানপাট খোলা রাখার সুযোগ নেই। ইতোমধ্যে শহরে কয়েক দফায় অভিযান চালানো হয়েছে।