প্রচ্ছদ আর্ন্তজাতিক চীনা সেনার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের তালিকা করছে যুক্তরাষ্ট্র!

চীনা সেনার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের তালিকা করছে যুক্তরাষ্ট্র!

সম্প্রতি চীনের সাথে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে যুক্তরাষ্টের। এবার‘চীনা পিপলস লিবারেশন আর্মি’-র (পিএলএ) সঙ্গে জড়িত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা তৈরি করতে যাচ্ছে ওয়াশিংটন।

এ ব্যাপারে হাউস এবং সেনেটে বিরোধী দুই পক্ষের সদস্য একটি বিলের প্রস্তাব দিয়েছেন সম্প্রতি। তাতে বলা হয়েছে, পিএলএ-র অর্থসাহায্য নিয়ে আসা পড়ুয়া বা পিএলএ-র চাকরিতে নিযুক্ত গবেষকদের আর মার্কিন ভিসা দেওয়া হবে না। কংগ্রেস সদস্যদের অভিযোগ, চীনা সেনার বিজ্ঞানীরা এমন আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যার দু’রকম ব্যবহার রয়েছে।

সেনেটরদের হিসেব অনুযায়ী, গত এক দশকে পিএলএ ২৫০০-রও বেশি সামরিক ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়েছে। এরা যে পিএলএ-র সঙ্গে জড়িত, তা অনেক ক্ষেত্রেই প্রকাশ করেননি।

কংগ্রেস সদস্য মাইক গালাহার বলেছেন, সাম্প্রতিক কয়েক বছরে পিএলএ হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারকে ‘সংবেদনশীল’ গবেষণার জন্য অর্থসাহায্য করেছে। আমাদের জাতীয় নিরাপত্তায় এ গবেষণা যে আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে না, তা আমরা জোর দিয়ে বলতে পারছি না। খবর আনন্দবাজার।