প্রচ্ছদ আর্ন্তজাতিক মমতাকে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা বিবেক ওবেরয়ের

মমতাকে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা বিবেক ওবেরয়ের

এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। যদিও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন বিবেক। তিনি মমতাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন।

টুইটারে তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি না দিদির (মমতা ব্যানার্জি) মতো সম্মানিত একজন ভদ্রমহিলা কেন সাদ্দাম হোসেনের মতো আচরণ করছেন! স্বৈরশাসক দিদির অধীনে গণতন্ত্রই এখন ঝুঁকির মধ্যে। প্রথমে প্রিয়াঙ্কা শর্মা, এবার তাজিন্দর বাগ্গা। বাংলা (পশ্চিমবঙ্গ) বাঁচাও, গণতন্ত্র বাঁচাও।

গত মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের শোভাযাত্রায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এসময় বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। সংঘর্ষের ঘটনায় বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মমতার ছবি বিকৃতি করায় প্রিয়াঙ্কা শর্মা নামের এক বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয়।