প্রচ্ছদ খেলাধুলা কোন কিছুই আমাকে আটকাতে পারবেনা

কোন কিছুই আমাকে আটকাতে পারবেনা

বিশ্বকাপের আর মাত্র ২ সপ্তাহ বাকি। এর আগে অবশ্য ব্রাজিলের আছে আরো দুটি ম্যাচ। এই দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল ক্রোয়েশিয়া ও অষ্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে। তবে তার আগে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার নিজেই জানিয়ে দিলেন এখনো শতভাগ ফিট হতে পারেননি তিনি।

পায়ের মেটারসাল ভেঙে অপারেশন টেবিলে যাওয়ার পর দীর্ঘদিন বিশ্রামে থেকে চলতি মাসেই অনুশীলন শুরু করেছেন নেইমার। বিশ্বকাপের আগেই নিজেকে পূর্ন ফিট করে তুলতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা।

তবে গত রবিবার এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমি এখনো শতভাগ ফিট হতে পারিনি। এরজন্য সময়ের প্রয়োজন। যদিও কিছু নির্দিষ্ট পদক্ষেপের পরেও অস্বস্তির একটি উপাদান এখনও আছে। তবে আমার ফিরে আসার জন্য এখনো কিছু দিন সময় পাব।

ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। আর এই ম্যাচের আগে ব্রাজিলের হাতে সময় আছে আর ২০ দিন। তার মধ্যেই নিজেকে পূর্ন ফিট করে তুলতে চান নেইমার। খেলতে চান প্রথম থেকেই।

তিনি বলেন, আমি খেলার জন্য প্রস্তুত। কোন কিছুই আমাকে আটকাতে পারবে না। একটু ভয় করছে, কারন আমি প্রায় ৩ মাস ধরে খেলার বাইরে আছি। তবে এসব কোন প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেনা।