প্রচ্ছদ আজকের সেরা সংবাদ এখনও করোনা মুক্ত রয়েছে চার জেলা

এখনও করোনা মুক্ত রয়েছে চার জেলা

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে দেশের আরও দুটি জেলা। সব মিলিয়ে ৬০টি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা। এই পর্যন্ত চারটি জেলায় পৌঁছতে পারেনি ভাইরাসটি।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তথ্যটি জানান।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ফেসবুক সংবাদ বুলেটিনে জানানো হয়, নতুন করে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। 

ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ এপ্রিল পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা করোনা থেকে মুক্ত রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃত্যে সংখ্যা ১৪০ জন।