প্রচ্ছদ খেলাধুলা আর্জেন্টিনার সামনে যত সমীকরণ

আর্জেন্টিনার সামনে যত সমীকরণ

উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের জন্য এটি ডু অর ডাই ম্যাচ। পরের রাউন্ডে উঠার জন্য আর্জেন্টিনার প্রথম শর্ত জয়। তবে শুধু জয় নিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে আজকে রাতের ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে। সেইসাথে আছে আরও কিছু সমীকরণ।

বাংলাদেশ সময় আজ রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গে সেই বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।

দ্বিতীয় রাউন্ডে উঠতে আর্জেন্টিনার সামনে যত সমীকরণ

গুরুত্বপূর্ণ আজকের রাতে যদি ক্রোয়েটরা আইসল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলেই আর্জেন্টিনা কোয়ালিফাই করবে দ্বিতীয় রাউন্ডে। আর ক্রোয়েটরা যদি আইসল্যান্ডের সঙ্গে ড্র করে এবং আর্জেন্টিনা যদি নাইজেরিয়ার সঙ্গে ড্র করে তাহলে ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে নাইজেরিয়া।

অন্যদিকে আর্জেন্টিনা ও আইসল্যান্ড জয় পেলে গোলের গড় হিসেবে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে দ্বিতীয় রাউন্ডে।

আর নাইজেরিয়া যদি আর্জেন্টিনাকে পরাজিত করে তাহলে আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে পরাজিত করলেও কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে যাবে নাইজেরিয়া।